বাগদা সীমান্তে গ্রেফতার ১৬ জন অনুপ্রবেশকারী বাংলাদেশী

0
493

বঙ্গদেশ ডেস্ক:চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগের ভিত্তিতে ১৬ জন বাংলাদেশীকে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী। তাদের বক্তব্যে অসংগতি ফুটে ওঠায় গ্রেফতার করা হয়েছে এবং ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে রয়েছে ১০জন মহিলা, দুই জন কিশোর। বৃহস্পতিবার সকালে এই ১৬ জনকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ জওয়ানরা। বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার র বাগদা সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ভারত–বাংলাদেশ বাগদার রনঘাট সীমান্তে দালাল মারফত চোরা পথে ভারতে ঢুকেছিল ১৬ জন অনুপ্রবেশকারী। তখন সীমান্ত রক্ষী বাহিনীর ১১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা তাদের দেখতে পান। জওয়ানদের দেখে দালালরা ছুটে পালালেও বিএসএফদের হাতে ধরা পড়ে অনুপ্রবেশকারীরা। বিএসএফ জওয়ানরা তাদের জেরা করে জানতে পারে কাজের খোঁজে তারা দালাল মারফত চোরা পথে ভারতে ঢোকার চেষ্টা করছিল। পরে অভিযুক্তদের বাগদা থানার হাতে তুলে দেওয়া হয়েছে। আজ অনুপ্রবেশকারীদের বনগাঁ আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাকিস্তানিও অনায়াসে ঢুকতে পারে। কারণ সীমান্ত সিল করা নেই, ফলত প্রচুর অনুপ্রবেশকারী ঢোকে, ভারতে প্রচুর সংখ্যক বাংলাদেশী অনুপ্রবেশকারী রয়েছে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে ঢোকে সন্ত্রাসবাদীরাও।

এছাড়াও উল্লেখ্য, ভারত বিভাজনের পর জনতার একাংশ পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে আসে ৷ বহু মানুষ নিপীড়িত হয়ে তাদের ভিটেমাটি হারিয়েছে। এই স্থানান্তর এক অর্থে বাধ্যতামূলকই ছিল৷ ১৯৪৭ সালের বহুবছর পরেও দেখা গিয়েছে, সীমান্ত টপকে মানুষের প্রবেশ বন্ধ হয়নি৷ বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতে অনুপ্রবেশ করেছে৷ সেই অনুপ্রবেশে এখনও লাগাম টানা যায়নি৷