বোলপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী, অভিযোগ তৃণমূলের দিকে

0
503

বঙ্গদেশ ডেস্ক: ভোটদানে বাধা দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন বোলপুরের বিজেপি প্রার্থী৷ সেখানেই তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে৷ এটি বোলপুরের ইলামবাজারের ঘটনা৷ ভাঙচুর করা হয়েছে বিজেপি প্রার্থীর গাড়ি৷ তাঁর গাড়ি লক্ষ্য করে ব্যাপক ইট, পাটকেল ছোঁড়া হয়েছে৷ লাঠি, বাঁশ নিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বিজেপি প্রার্থীর এজেন্টকে৷

অনির্বাণবাবু বলেছেন, ‘‘পরাজয় নিশ্চিত জেনেই ওরা হামলা চালিয়েছে৷ ছাপ্পা ভোট দিতে পারছে না, খবর পাওয়া মাত্রই আমি এলাকায় পৌঁছে গিয়েছি বলে ভয় পেয়ে ওরা আমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল৷’’ একই সঙ্গে তিনি আরও বলেন, ‘‘অনুব্রত মণ্ডল খেলা খেলা হবে বলে স্লোগান দিচ্ছিলেন, খেলা শেষ হয়ে গেছে৷ পরাজয় নিশ্চিত বুঝেই তাই হামলার পথে হেঁটেছে৷’’

পরিস্থিতি এতটাই উত্তপ্ত ও ভয়ঙ্কর হয়ে ওঠে যে প্রাণে বাঁচতে বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের গাড়িতে উঠে পড়েন বিজেপি প্রার্থী ও তাঁর এজেন্ট৷ প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের স্পেশাল ফোর্স থাকা সত্ত্বেও কীভাবে বুথ দখল কিংবা প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটতে পারে৷ ইতিমধ্যে এবিষয়ে কমিশনের কাছেও ফোনে অভিযোগ জানিয়েছেন অনির্বাণ গাঙ্গুলী৷ তিনি বলেছেন, ‘‘কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হবে৷ তবে এলাকায় এলাকায় যা চিত্র দেখছি, তাতে একটা বিষয় স্পষ্ট বীরভূমে ভোট করতে দেওয়া হয় না৷’’

প্রসঙ্গত, এটাই প্রথম নয়৷ এদিন সকাল থেকেই ইলামবাজারের ডোমপাড়ায় ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে৷ খবর পেয়ে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী৷ ঘটনাস্থলে হাজির হন৷ সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন বহিরাগতরা৷ প্রসঙ্গত, পুরো ঘটনার সময় কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকলেও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ৷ যদিও শাসকদল তৃণমূলেকর তরফে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে, তাদের দাবি, গোলমাল পাকাতে গিয়ে মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী৷৷ এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই৷