১৬ মিলিয়ন কোভিড ভ্যাক্সিন পাচ্ছে পাকিস্তান, সৌজন্যে ভারত

0
724

বঙ্গদেশ ডেস্ক – পাকিস্তান তার দেশের মানুষের জন্যে কোভিড – ১৯ এর ভ্যাকসিন কেনার পরিকল্পনা এখনও অবধি করেনি। কেনার পরিবর্তে, নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন ডোজ দেওয়ার জন্য আন্তর্জাতিক সাহায্য এবং দাতাদের উপরেই নির্ভর করবে পাকিস্তান। ইতিমধ্যেই প্রায় দেউলিয়া হওয়া দেশটিকে ধার দেওয়ার মত কেউ নেই, ধার ফেরত দেবার ক্ষমতাও নেই, ফলে এখন তাদের ভিক্ষাই ভরসা।

জাতীয় পরিষদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) -কে ব্রিফিং করতে গিয়ে পাকিস্তানের জাতীয় স্বাস্থ্যসেবা বিষয়ক (এনএইচএস) সচিব আমির আশরাফ খাজা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সেখানে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকার কোভিড -১৯ চ্যালেঞ্জ মোকাবিলায় ‘হার্ড ইম্যুনিটি’ অর্জনের দিকে লক্ষ্য দিচ্ছে এবং দান হিসেবে পাওয়া ভ্যাকসিনের উপরেই নির্ভর করছে। কমপক্ষে চলতি বছরে ভ্যাকসিন কেনার কোনও পরিকল্পনা নেই।

পাকিস্তানি সংবাদ পত্র ‘দ্যা ডন’ এনএইচএস -এর সেক্রেটারিকে উদ্ধৃত করে জানিয়েছিল যে, চীনা ফার্মাসিউটিক্যাল সংস্থা সিনোফর্ম কোভিড -১৯ ভ্যাকসিনের এক মিলিয়ন ডোজ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে পাঁচ লাখ ডোজ পাকিস্তানের কাছে ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে।

এনএইচএস সচিবের বক্তব্য অনুযায়ী, পাকিস্তান গাভি জোটের মাধ্যমে ‘মেড ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় অক্সফোর্ড – অ্যাস্ট্রাজেনেকা কোভিড -১৯ ভ্যাকসিনের ১৬ মিলিয়ন বিনামূল্যে ডোজও পাবে। আসল কথা হল তাদের ভ্যাক্সিন কেনার সামর্থ্য নেই, ভারতের কাছে হাত পাততেও অহমিকায় লাগে। এই বিষয় নিয়ে ‘ডিফেন্সিভ অফেন্স’ অনুষ্ঠানে মেজর গৌরব আর্য্যও তাদের বিদ্রুপ করেন। এখন ইমরান সরকার অধীর আগ্রহে অপেক্ষায় ভারতীয় ভ্যাক্সিনের, এটাই তাদের কোভিডের সঙ্গে লড়াই জেতার শেষ আশা।