রাজস্থানের ৫৪ জন বিধায়ককে জয়সলমেঢ় পাঠাল কংগ্রেস

0
439

বঙ্গদেশ ডেস্ক: রাজস্থানের রাজনৈতিক সংকটে নয়া মোড়৷ এবার ৫০ জনেরও বেশি বিধায়ককে শুক্রবার জয়সলমেঢ়ে পাঠিয়ে দেওয়া হল৷ ওই বিধায়করা এতদিন জয়পুর-দিল্লি জাতীয় সড়কের পাশের একটি হোটেলে ছিলেন৷ তাঁরা সকলেই অশোক গেহলট শিবিরের বিধায়ক৷

কংগ্রেসের একটি সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে৷ ওই সূত্র জানাচ্ছে যে সব মিলিয়ে ৫৪ জন বিধায়ককে জয়সলমেঢ়ে পাঠানো হয়েছে৷ তাঁদের তিনটি চার্টার্ড বিমানে পাঠানো হয়েছে৷ এটা ছিল প্রথম দফার পদক্ষেপ৷ এর পর দ্বিতীয় দফায় অশোক গেহলট শিবিরের বাকি বিধায়কদের সেখানে পাঠিয়ে দেওয়া হবে বলে কংগ্রেসের ওই সূত্রের দাবি৷

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট খুব শীঘ্রই সেখানে অন্য বিধায়কদের সঙ্গে যোগদান করবেন বলেও কংগ্রেসের ওই সূত্র থেকে জানা গিয়েছে৷ রাজস্থানের রাজনৈতিক সংকট শুরু হয়েছে কয়েকদিন আগে৷ রাজস্থানের তৎকালীন উপ মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের প্রদেশ সভাপতি শচীন পাইলটের বিদ্রোহ দিয়েই ওই সংকেটর শুরু হয়৷

ইতিমধ্যেই শচীনকে সরকার ও দলের পদ থেকে সরিয়েছে কংগ্রেস৷ তাঁর ও তাঁর অনুগামীদের বিধায়ক পদ খারিজ করার আবেদনও ঝুলে রয়েছে আদালতের সিদ্ধান্তের উপর৷ এই পরিস্থিতিতে শুক্রবার সকালে রাজস্থান বিধানসভার অধ্যক্ষ কংগ্রেসের সিপি যোশীর সঙ্গে গেহলট পুত্র বৈভবের ফোনে কথোপকথন ফাঁস হয়ে যায়৷

সেখানে দেখা যায়, ৩০ জন বিধায়ক গেহলট শিবির ছেড়ে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ তার পর রাজস্থান কংগ্রেসের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷