৫ দফা দাবীতে “বাংলা বাঁচাও অভিযান” কর্মসূচী পালন করলো ABVP, পুলিশের লাঠিচার্জ

0
531

বঙ্গদেশ ডেস্ক:- গত ৬ জানুয়ারী গোটা রাজ্যজুড়ে “বাংলা বাঁচাও অভিযান” কর্মসূচী পালন করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। এদিন ৫ দফা দাবী নিয়ে পথে নামে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা। বীরভূম, কলকাতা, মেদিনীপুর, হাওড়া সহ সারা রাজ্যেই এই কর্মসূচী পালন করেছে বিদ্যার্থী পরিষদ। এ কর্মসূচীকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।

সুরক্ষিত নারী-সুরক্ষিত বাংলা, ভিক্ষা নয়-শিক্ষা চাই-কর্মসংস্থানের সুযোগ চাই, সন্ত্রাস নয় শান্তি চাই-গণতান্ত্রিক অধিকার চাই, অবিলম্বে মুসলিম তোষণ বন্ধ করতে হবে, শিক্ষার পরিকাঠামো উন্নয়ন ও কর্মমুখী শিক্ষা চাই – এই ৫ দফা দাবী নিয়ে এদিন পথে নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা।

কলকাতায় এই “বাংলা বাঁচাও অভিযান” স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শুরু হয়ে রাণী রাসমণি এভিনিউতে গিয়ে শেষ হয়। কর্মসূচী শেষে মাননীয় রাজ্যপালের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেব বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা। এছাড়াও বীরভূম,হাওড়া ইত্যাদি স্থানেও এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী শেষে জেলা শাসকের দফতরে ৫ দফা দাবী সংবলিত স্মারকলিপি জমা করে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা। তবে হাওড়ায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে বিদ্যার্থী পরিষদের একাধিক কার্যকর্তা আহত হয়েছে।