অনুব্রতকে গরু পাচার কাণ্ডে ডাক সিবিআইয়ের, কটাক্ষ অনির্বাণের

0
530

বঙ্গদেশ ডেস্ক: বীরভূমে নির্বাচনের প্রাক্কালে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে নোটিস পাঠিয়েছে সিবিআই৷ ৷ সূত্র মারফত খবর, গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

রবিবার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছে সিবিআই৷অনুব্রত মণ্ডলের তরফ থেকে পাল্টা ই মেল করে সিবিআই-কে জানানো হয়েছে, আগামী ২৯ তারিখ বীরভূমে ভোট, তাই তিনি ব্যস্ত রয়েছেন৷ভোটের পরে হাজিরা দেওয়ার জন্য সিবিআই-এর কাছে সময়সীমা চেয়ে নিয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি৷

গতকাল, সোমবার সাংবাদিক সম্মেলনে বোলপুর বিধানসভায় বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল কে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। তিনি বলেন, যে গরু বা কয়লা পাচারকারীরা তৃণমূলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি হোক।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই আয়কর দফতরের তরফেও অনুব্রত মণ্ডলকে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে নোটিস পাঠানো হয়েছে৷ অনুব্রত মণ্ডলের আত্মীয়কেও আয়কর দফতরের তরফে নোটিস দেওয়া হয়েছে৷মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ দিন সিবিআই-এর এই পদক্ষেপের বিরুদ্ধে মুখ খুলেছেন৷

তিনি বলেন, ‘এত ভিতু এরা যে কেষ্টর বাড়িতে গিয়েছে৷ ওকে প্রতিবার ইলেকশনে নজরবন্দি করে দেয়৷ আর কালকে সিবিআই রেইড করেছে৷ দু’ জন সিবিআই অফিসার চলে গিয়েছে৷ বলছে ২৭ তারিখে সিবিআই অফিসে আসুুন৷ কেন যাবে সিবিআই অফিসে? ২৯ তারিখে ভোট, আর ২৭ তারিখ ডেকে পাঠাচ্ছে৷ কেন যাবে? সে একটা পার্টির প্রেসিডেন্ট, ভোটের কোনও কাজকর্ম করবে না? ভোট চলছে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে৷ আমি বলে দিয়েছি একদম যাবি না৷ বলবি ভোটের পর যাবো৷ সবরকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা চলছে৷’

করোনা অতিমারির মধ্যে কেন সিবিআই অফিসাররা কারও বাড়িতে এ ভাবে ঢুকে পড়বেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর প্রশ্ন, ‘এখন করোনার মধ্যে এ ভাবে কারও বাড়িতে ঢুকে পড়া যায়? বাড়িতে ঢোকার আগে তো করোনা টেস্ট করা উচিত৷’