ডিফেন্সে অপ্রতিরোধ্য ভারত! অস্ত্র ২ মিসাইলের ট্রায়াল আসন্ন, সার্ভিসে ২২ সালে

0
623

বঙ্গদেশ ডেস্ক – ভারতের সদ্য শেষ হওয়া ডিফেন্স এক্সপো – ২১ এর সাফল্য গোটা বিশ্বের চোখ ধাঁধিয়ে দিয়েছে। এএনআই তাদের রিপোর্টে উল্লেখ করেছে, ভারত ২০২১ সালের দ্বিতীয়ার্ধে বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জের অস্ত্র মার্ক ২-এর আনুষ্ঠানিক পরীক্ষা শুরু করবে।
বায়ু থেকে বায়ুতে আঘাত হানতে সক্ষম হবে এই ক্ষেপণাস্ত্র। এই মিসাইল ১৬০ কিলোমিটার দূর থেকেও শত্রু বিমানকে ‘শ্যুট ডাউন’ করতে পারবে, ফলে ভারতীয় বিমানবাহিনীতে এই মিসাইলের অন্তর্ভুক্তি চীন ও পাকিস্তানের তুলনায় নয়াদিল্লীকে অনেকটাই এগিয়ে রাখবে।

“অস্ত্র মার্কের জন্য ট্রায়াল চলতি বছরের দ্বিতীয়ার্ধে শুরু হবে এবং আমরা আশা করছি যে ২০২২ সালের মধ্যে এই ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে,” সরকারি সংস্থাকে উদ্ধৃত করে স্বরাজ্য তাদের রিপোর্টে এই বিষয়টি উল্লেখ করেছে।

প্রাক্তন কেন্দ্রীয় এয়ার মার্শাল ও কেন্দ্রীয় এয়ার কমান্ডার, এস বি পি সিনহা (অবসরপ্রাপ্ত) জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি পরের বছরের শেষ থেকে সার্ভিসে চলে আসবে। অস্ত্রটি অত্যন্ত দ্রুত গতিতে উড়ে যায়, প্রায় ম্যাক ৪.৫, যা কিনা শব্দের গতিবেগের চেয়েও চারগুণ বেশি। এটি একটি বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল (বিভিআরএম) যা ভারতের নিজস্ব যুদ্ধবিমান এলসিএ তেজসের সঙ্গেও ‘ইন্টিগ্রেশন’ করার চেষ্টা করা হচ্ছে।

অস্ত্র’ ১ এর স্ট্রাইক রেঞ্জ প্রায় ১০০ কিলোমিটারের এবং এটি খুব শীঘ্রই ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) -র যুদ্ধ বিমানে ইন্টিগ্রেশন করা হবে। আইএএফ, বিদেশ থেকে আমদানি করা ব্যয়বহুল ফরাসি, ইস্রায়েলি এবং রাশিয়ান বিভিআরএম মিসাইলগুলি এই ভারতীয় মিসাইল দ্বারাই প্রতিস্থাপিত করতে চাইছে। প্রসঙ্গত উল্লেখ্য ভারতীয় নৌবাহিনী এবং আইএএফ ইতিমধ্যেই ২৮৮ টি অস্ত্র মার্ক – ১ ক্ষেপণাস্ত্রর অর্ডার দিয়েছে। এগুলি সুখোই এম -৩০ এমকেআই যুদ্ধবিমানে ইন্টিগ্রেশন করা হয়ে গেছে।