রাজীব গান্ধীর নাম বাদ দেওয়া হোক খেলরত্ন পুরষ্কার থেকে, ববিতার মন্তব্যে ছড়াল চাঞ্চল্য

0
1005

বঙ্গদেশ ডেস্ক: তাঁর বোন বীনেশ ফোগাট রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার পেয়েছেন চলতি বছরের ২৯ আগস্ট তারিখে৷ আর সেইদিনই তিনি এই পুরষ্কারের নামকরণ নিয়ে এমন মন্তব্য করে বসলেন, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। সেইদিনই তিনি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ইটালি যোগেরও প্রসঙ্গ তুলে আনেন, বিতর্ক বাড়লে পুরস্কার থেকে রাজীব গান্ধীর নামটিই সরিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেন।

গত শনিবার তার বোন বীনেশ ফোগাটের রাজীব গান্ধী পুরষ্কার পাওয়ার দিনই তিনি টুইটারে লেখেন, ‘ ভারতে দাঁড়িয়ে ইটালিতে জ্যাভলিন ছোঁড়ার জন্যই কি রাজীব গান্ধীর নামানুসারে খেলরত্ন পুরষ্কার দেওয়া হয়?’ শুধু এই মন্তব্যেই থেমে থাকেননি বিজেপিতে যোগদান করা প্রাক্তন কুস্তিগির। তাঁর মতে, ক্রীড়াক্ষেত্রে স্বনামধন্য কারুর নামে এই পুরষ্কারের নাম হওয়া উচিত।

ভিডিওবার্তার মাধ্যমে তিনি বলেন, ‘ এই পুরষ্কারের মাধ্যমে ক্রীড়াবিদদের সর্বোচ্চ সম্মান জানানো হয়। তাই অলিম্পিক, এশিয়াড কিংবা কমনওয়েলথ গেমসে কোনো বিজয়ীর নামে এর নাম রাখা উচিত। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে এই পুরষ্কারের কোনো মানেই হয়না।’

রাজনীতিতে যোগ দেওয়ার পরে এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন ববিতা। মার্চ মাসে করোনা সংক্রমণের জন্য তবলিঘি জামাতদের সরাসরি দায়ী করেন তিনি। তখন তিনি টুইট করেছিলেন,’ করোনাভাইরাস ভারতের দ্বিতীয় সমস্যা। প্রাথমিক সমস্যা অসভ্য জামাতিরা।’ সেইসময়েও ববিতার মন্তব্যে বিস্তর বিতর্ক হচ্ছিল, তবে সেইক্ষেত্রেও নিজের মন্তব্য বদলাননি ভারতের গর্ব ববিতা।