টাকা লেনদেনের ছুতোয় বাংলাদেশের সিরাজদিখানে একাধিক প্রতিমা ভাঙচুর

0
730

বঙ্গদেশ ডেস্ক: বাংলাদেশের হিন্দুদের বাড়িঘরে হামলা, মন্দির-প্রতিমা ভাঙচুর,লুট, জমি দখল ইত্যাদি অনেকটা নিত্যনৈমিত্তিক জীবনযাত্রার অংশ হয়ে দাঁড়িয়েছে। সবটাই নির্ভর করে সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের ইচ্ছার ওপরে। যে কোন ছুতোতে হিন্দুদের বাড়িঘরে হামলা, প্রতিমা ভাঙচুর ইত্যাদি হয়েই থাকে। এবার টাকা লেনদেনকে কেন্দ্র করে বাংলাদেশের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস এলাকায় এক হিন্দু পরিবারের বাড়িঘর সহ তাদের গৃহের বিশ্বকর্মা মূর্তি সহ চারটি প্রতিমা ভাঙচুর করেছে স্থানীয় এক মুসলিম পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, দয়াল মণ্ডল কিছুদিন পূর্বে একই গ্রামের মৃত নূরু শেখের স্ত্রী মিনি বেগমের কাছ থেকে মাসিক সুদের শর্তে বাইশ হাজার টাকা ধার নেন। সুদের টাকা ঠিকভাবে পরিশোধ করলেও দয়াল মণ্ডল সম্প্রতি মূল অর্থ একত্রে ফেরত দিতে অপারগ বলে জানান। শনিবার সকালে মিনি বেগম টাকার অজুহাতে তার ভাইঝি, ছেলে মঞ্জিল, রানা ও আরও বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় লোকজনকে নিয়ে দয়াল মণ্ডলের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এসময় তারা দয়ালের বাড়ির গৃহদেবতার মোট ৪ টি প্রতিমা ভাঙচুর করে। প্রতিমা ভাঙচুর করার পরেও মিনি বেগম উল্টো দাবী করেছে যে এই প্রতিমা ও বাড়ি ভাঙচুর দয়াল মণ্ডল নিজেই লোকজন দিয়ে করিয়েছে,কোন স্বাক্ষী নেই যে আমরা ভাঙচুর করেছি।

ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে। তবে এই আশ্বাস কি আদৌ বাস্তবায়িত হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দিহান নির্যাতিত হিন্দু পরিবারটি। বর্তমানে তারা আরও আশঙ্কার মাঝে দিনানিপাত করছে। এদিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং নির্যাতিত হিন্দু পরিবারটিকে সমস্ত রকম আইনী সহায়তা প্রদানের প্রক্রিয়া শুরু করেছে। তবে বাংলাদেশের মতো ইসলামিক দেশের আইন ব্যবস্থার ফাঁদে এই প্র‍য়াস আলোর মুখ দেখবে কি না তা সময়ই বলে দেবে।