ইসলাম বিরোধী আখ্যা দিয়ে বাংলাদেশে উগ্র মুসলিমদের দেবের সিনেমা বয়কটের ডাক

0
1831

বঙ্গদেশ ডেস্ক: গত ২৫ শে ডিসেম্বর অভিনেতা-সাংসদ দেবের জন্মদিনে মুক্তি পেলো তার নতুন ছবির টিজার। বাংলাদেশের এই ছবিটি হলো বাংলাদেশে দেবের প্রথম কাজ। তাই এই ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল দেব নিজেও। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টিজারের ভিডিও শেয়ার করে সকলের আশীর্বাদও কামনা করেন তিনি। কিন্তু বাধ সাধে ইসলামিক বাংলাদেশের উগ্র মুসলিম সমাজ। ইতিমধ্যেই তারা দেবের ” কমান্ডো ” সিনেমাটি বয়কটের ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে।

ইসলামিক বাংলাদেশের এই উগ্র মুসলিম সমাজ সিনেমাটিকে সম্পূর্ণ ইসলামবিরোধী আখ্যা দিয়ে ” ছবিটির মাধ্যমে ইসলামকে ছোট করা হয়েছে ” এমন অভিযোগ তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় তারা বয়কট ক্যাম্পিং ও চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় দেবের এই সিনেমাটি শুরুতেই ধাক্কা খাওয়ার মুখোমুখি।

মেহেদী হাসান চৌধুরী নামের এক বাংলাদেশী উগ্র মুসলিম তার ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, ” চরম ইসলাম বিরোধী সিনেমা #কমান্ডো বয়কট করুন।
সেখানে “নায়ারে তাকবির, আল্লহু আকবার” বলে বাংলাদেশের মুসলিম উম্মাহ কে চরমভাবে অপমান করা হয়েছে। আলেমদের জঙ্গি, সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয়েছে।
#বয়কট_কমান্ডো_মুভি
#Boycott_Comando_Movie
#Boycott_Dev
#Bangladesh #India ”

ছবিটির গল্পে দেখানো হয়েছে যে বাংলাদেশে অসংখ্য জঙ্গি সংগঠন মাথা চাড়া দিয়ে উঠেছে। সেই জঙ্গিবাদকে মোকাবেলার করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কম্যান্ডো দেব। কিন্তু ছবিতে ISIS সহ বিভিন্ন ইসলামিক জঙ্গি সংগঠনের বাস্তব চিত্র তুলে ধরায় ফুঁসে উঠেছে বাংলাদেশের উগ্র মুসলিম সমাজ। এই উগ্র মুসলিম সমাজের কারণেই বাংলাদেশের বইমেলায় পশ্চিমবঙ্গের লেখকদের কোন বই বিক্রি করা হয় না। এবার সিনেমাতেও তারা মূলত একই ধারা শুরু করার চেষ্টা করছে। এই ধারা শুরু করার একমাত্র কারণ তারা নিজেদের আলাদা বাংলাদেশী মুসলমান জাতীয়তাবাদী ধারা শুরুর চেষ্টা করছে যেখানে বিধর্মীরা শত্রু ব্যতীত কিছুই নয়। আর সেজন্যেই বই বয়কট দিয়ে শুরু করে এখন ধীরে ভারতীয় সিনেমা ও অন্যান্য বিষয় বয়কটের দাবী তুলছে বাংলাদেশের উগ্র মুসলিম সমাজ। তবে পশ্চিমবঙ্গের শিল্পী ও তথাকথিত বুদ্ধিজীবী সমাজ এই সরল সত্যকে কবে উপলব্ধি যে কবে করতে পারবে তা অনুমান করা কঠিন।