বাংলার মেয়ে

0
1398

“বাংলা নিজের মেয়েকেই চায়।”
নোট হয়ে গেছে গোনা,
যেই না এ কথা শোনা –
অভিষেক যাদু সোনা,
অকস্মাৎ ম্লান হয়ে যায়।
“পিসি, বলো মিছে কথা,
তিন সত্যি, খাও মাথা –
আমার যে জালটি পাতা,
তাতে কোন শত্রু আনে অন্তরায়?
আমি তো মনেতে জানি
তুমি যাবে রাজধানী,
বাড়া ভাতে পড়ে পানি,
আমার নবান্নের ঘোর চলে যাবে – হায়!
আমি হবো মূর্খ মন্ত্রী
তুমি নেহাতই যন্ত্রী
আমি তার, তুমি তন্ত্রী,
প্লট বদলে আমার নেই কোন সায়।
উইল খানা ভুলে গেলে?
তুমি মেয়ে, আমি ছেলে –
আমায় কেন ফেলে দিলে?
নিশ্চয়ই বিজেপির বদ অভিপ্রায়।