বীরভূমে উদ্ধার বোমা! পুরো জেলাকে সেনসিটিভ ঘোষণার আর্জি বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলীর

0
569

বঙ্গদেশ ডেস্ক:- পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে বাতাসে এখন নির্বাচনী হাওয়া ব‌ইছে। প্রতিটি রাজনৈতিক দল কোমর বেঁধে মাঠে নেমেছে। দফায় দফায় উচ্চস্তরের নেতা নেত্রীদের আগমন ঘটছে জনসভা উপলক্ষে।

এরই মধ্যে মাত্র দুই তিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়ার কাছাকাছি পারুই ও নানুর থেকে পেটো বোম উদ্ধার হয়েছে। বীরভূম বলতেই রাজ্যবাসীর চোখের সামনে ভেসে ওঠে অনুব্রত মণ্ডলের ছবি। কিন্তু এই বিষয়ে ঝাঁঝালো তৃণমূল নেতার কোন‌ও মন্তব্য শোনা যায়নি।

বোমা উদ্ধার হতেই এবিষয়ে মুখ খুলেছেন বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড. অনির্বাণ গাঙ্গুলী। সাংবাদিকদের তিনি বলেছেন, বীরভূমের পরিস্থিতি দিনের পর দিন উত্তপ্ত হয়ে চলেছে কিন্তু তৃণমূল রাজ্য নেতৃত্ব এবিষয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে। তিনি নাম না করে তৃণমূল নেতা নেত্রীদের নিশানা করে বলেছেন,” এর আগে গৃহমন্ত্রী বলেছিলেন পশ্চিমবঙ্গের কুটির শিল্প বোমা শিল্প। এখন হাতে নাতে তার প্রমাণ পাওয়া যাচ্ছে।”

https://www.facebook.com/watch/?v=812883729310431
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ” বর্ধমানের মতো বীরভূমেও শিশুরা ফুটবল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে আক্রান্ত হচ্ছে। অবিলম্বে বীরভূমকে সেনসিটিভ জেলা হিসেবে চিহ্নিত করা উচিত।” তিনি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে বলেছেন, ” ভাবতে অবাক লাগে রাজ্যের মুখ্যমন্ত্রী ও গৃহমন্ত্রী এক‌ই‌ ব্যক্তি। কিন্তু তিনি এ বিষয়ে কিছুই বলছেন না।” এমনকি বোমা উদ্ধার নিয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল‌ও কোনোরকম উচ্যবাচ্য করেননি।