করোনার অতিমারীর সঙ্কটকালে আবারও বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা কেন্দ্র সরকারের

0
855

বঙ্গদেশ ডেস্ক: করোনা অতিমারীর সঙ্কটের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার গরিব কল্যাণ অন্ন যোজনা অনুযায়ী আগামী দুই মাস দেশের প্রতিটি ব্যক্তিকে বিনামূল্যে ৫ কেজি খাদ্যশস্য দেওয়ার ঘোষণা করেছে। গরিবদের জন্য এই খাদ্যশস্য মে আর জুন মাসে দেওয়া হবে। দেশের এই সঙ্কটজনক পরিস্থিতিতে কেন্দ্র সরকারের এই ঘোষণার ফলে দেশের ৮০ কোটি মানুষ উপকৃত হবেন।


গত বছরও লকডাউনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব কল্যাণ যোজনা অনুযায়ী গোটা দেশে বিনামূল্যে রেশন দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শুক্রবার বলেছেন যে, গরিবদের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।বিশেষ করে দেশ যখন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপটে নাস্তানাবুদ হয়েছে। কেন্দ্র সরকার এই যোজনা অনুযায়ী ২৬ হাজার কোটি টাকা খরচ করবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশে করোনার বেড়ে চলা সংক্রমণ নিয়ে হাই লেভেল বৈঠক করেন। গতকাল এই মিটিংয়ের জন্য বাংলার জনসভা রদ করেছিলেন প্রধানমন্ত্রী। আর এই বৈঠকের পরেই দেশের মানুষদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে।