অ্যাপ বন্ধে সমস্যায় পড়বে ভারত, ‘আজব’ আপত্তি চিনের

0
460

বঙ্গদেশ ডেস্ক: ভারতের পাবজি-ধাক্কায় বিপাকে চিন৷ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই বিষয়ে প্রতিক্রিয়া দিল শি জিংপিংয়ের দেশ৷ স্বাভাবিক ভাবেই ভারতের এই সিদ্ধান্তের বিরোধিতা করল তারা৷ বুধবার ১১৮টি চিনা অ্যাপ বন্ধ করে দেয় ভারত৷

দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য বিপদ এই কারণ দেখিয়ে ওই অ্যাপগুলি বন্ধ করে দেওয়া হয়৷ সেই তালিকায় ছিল পাবজিও৷ যা এই মুহূর্তে কয়েকটি ভারতীয় ব্যবহার করছিলেন৷ বৃহস্পতিবার চিনের বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র গাও ফেং এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন৷

জানিয়েছেন, ভারতের এই সিদ্ধান্ত নিয়ে চিনের আপত্তির কথা৷ কিন্তু কেন আপত্তি, সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে ফেংয়ের যুক্তি, এতে ভারতীয় গ্রাহকরা সমস্যা পড়বেন৷ প্রসঙ্গত, মে মাস থেকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনা আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ভারত কড়া পদক্ষেপ করা শুরু করেছে৷

ভারতের বিভিন্ন প্রকল্পে টেন্ডার পাওয়া অনেক চিনা সংস্থাই বাদ পড়েছে৷ টিকটক-সহ চিনের ৫৮টি অ্যাপ আগেই বাতিল করেছিল ভারত৷ তার পর গত শনিবার প্যাংগং সোয়ের দক্ষিণ দিকে চিন আগ্রাসনের চেষ্টা করতেই ভারত পাবজি-সহ ১১৮টি চিনা অ্যাপ বাতিল করে দিল৷

যদিও চিনের বক্তব্য, এসব করে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করছে৷ এর জন্য তিনি শুধু অ্যাপের কথায় নিজেকে সীমাবদ্ধ রাখেননি৷ সার্বিক ভাবে চিনা সংস্থাগুলির উপর ভারত নিষেধাজ্ঞা জারি করছে বলে অভিযোগ করেছেন৷