কমনওয়েলথে সোনা জিতে বাঙ্গালার মুখ উজ্জ্বল করলেন হাওড়ার অচিন্ত্য

0
631

বঙ্গদেশ ডেস্ক:বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন বিভাগে সোনা জয় বাঙ্গালী যুবকের। ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জয় করলেন বাঙ্গলার অচিন্ত্য শিউলি। পশ্চিমবঙ্গ থেকে অ্যাথলিট হিসেবে কমনওয়েলথে প্রথম সোনা পেলেন অচিন্ত্য।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের মঞ্চে বাঙ্গলাকে গর্বে ভরিয়ে দিয়েছেন অচিন্ত্য শিউলি।ভারোত্তলন ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন অচিন্ত্য। সেই সঙ্গে তিনি গড়ে ফেলেন রেকর্ড‌ও।

বাঙ্গালার প্রথম অ্যাথলিট হিসেবে অচিন্ত্য কমনওয়েলথে সোনা পেয়েছেন। এর আগে বাঙ্গালার আর কোনও অ্যাথলিট সোনা জেতেনি। তবে ২০১৮-তে গোল্ড কোস্টে বাঙ্গালার দুই টেবল টেনিস তারকা মৌমা দাস এবং সুতীর্থ মুখোপাধ্যায় সোনা পেয়েছিলেন কমনওয়েলথে। মৌমা, সুতীর্থার পর কমনওয়েলথ থেকে বাঙ্গালাকে সোনা এনে দিলেন অচিন্ত্য।

অচিন্ত্য স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় ১৩৭ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ১৪০ কেজি ভার তুলে তিনি কমনওয়েলথ গেমস রেকর্ড তৈরি করেছেন। তৃতীয় প্রচেষ্টায় ১৪৩ কেজি ভার তুলে নিজের গেমস রেকর্ড আরও বাড়িয়ে নিয়েছেন অচিন্ত্য।

স্ন্যাচে নিকটতম প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়ার এরি হিদায়াত মহম্মদের থেকে ৫ কেজির ব্যবধান তৈরি করেন তিনি। হিদায়াত স্ন্যাচে ১৩৮ কেজি ভার তোলেন। ১৩৫ কেজি ভার তুলেছেন কানাডার শাদ ডারসিগনি।

ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টায় অতিন্ত্য ১৬৬ কেজি ভার তোলেন এবং সেই সঙ্গে সার্বিকভাবে গেমস রেকর্ড তৈরি করেছেন। তিনি দ্বিতীয় প্রচেষ্টায় ১৭০ কেজি ভার তোলার চেষ্টা করে ব্যর্থ হন। অচিন্ত্য তৃতীয় প্রচেষ্টায় ১৭০ কেজি ভার তুলতে সক্ষম হন। সুতরাং, স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩১৩ কেজি ভার তুলে বাজিমাত করেন ভারতীয় তারকা, যা সার্বিকভাবে কমনওয়েলথ গেমস রেকর্ড।