মাধ্যমিকে জয়জয়কার জেলার, সাফল্যের হারে শীর্ষে দুই মেদিনীপুর

0
454

বঙ্গদেশ ডেস্ক: পরীক্ষা হয়েছিল চলতি বছরের জানুয়ািরি-ফেব্রুয়ারিতে। করোনা পরিস্থিতির মধ্যেই ১৩৯ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ । মেধা তালিকার শীর্ষস্থানগুলিতে রয়েছে জেলার জেলার ছেলেমেয়েরা। রইল তালিকা…

পঞ্চম হয়েছে চারজন-
দক্ষিণ দিনাজপুরের অঙ্কিত সরকার, বর্ধমানের স্বস্তি সরকার, বাঁকুড়ার রশ্মিতা মহাপাত্র, মুর্শিদাবাদের বিভাস মণ্ডল।

মাধ্যমিকে চতুর্থ-
অগ্নিভ সাহা  প্রাপ্ত নম্বর  ৬৮৯ স্কুলের নাম  বীরভুম জেলা স্কুল।
মাধ্যমিকে তৃতীয়-
পুর্ব মেদিনিপুর ভবানীচক হাই স্কুলের দেবস্মিতা মহাপাত্র।
মাধ্যমিকে তৃতীয়-
রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র অরিত্র মাইতি
মাধ্যমিকে তৃতীয়-
সৌম্য পাঠক  প্রাপ্ত নম্বর ৬৯০।

দ্বিতীয়- অভীক দাস,
কাটোয়া কাশিরাম দাস হাইস্কুল।

দ্বিতীয়-
সায়ন্তন গড়াই, প্রাপ্ত নম্বর ৬৯৩ বাঁকুড়া ওন্দা হাইস্কুল

প্রথম-
অরিত্র পাল, প্রাপ্ত নম্বর ৬৯৪ মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল। পূূর্ব বর্ধমান।

এবার ছাত্রী পরিক্ষার্থী  বেশি ১২.৭২ শতাংশ। ছাত্রী পরিক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৬৭০ জন বেশি। সাফ্যলের হারে ছাত্রীরা সামান্য পিছিয়ে।

পুর্ব মেদিনীপুর সাফল্যের হারে প্রথম। ৯৬.৫৯ শতাংশ। মোট পরিক্ষার্থী ১০ লক্ষ  ৩ হাজার ৬৬৬।

সাফল্যের হারে দ্বিতীয় ও তৃতীয় পশ্চিম মেদিনীপুর ও কলকাতা। কলকাতায় পাসের হার ৯১.০৭ শতাংশ।

চতুর্থ ও পঞ্চম স্থানে সাফল্যের হারে দুই ২৪ পরগনা।

সফল পরীক্ষার্থী ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৫।
মোট পাস করেছে ৮৬.৩৪ শতাংশ। এ পর্যন্ত সর্বোচ্চ। ছাত্র পাস ৮৯.৮৭ শতাংশ। ছাত্রী ৮৩.৪৮ শতাংশ

এবছর মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৫৬৫৬৬৮জন।
এবছর মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৪৩৭৯৯৮জন।

মোট ৪৯ টি ক্যাম্প অফিসের মাধ্যমে ২২ জুলাই মার্কশিট মিলবে স্কুলে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সময় এক সপ্তাহ। তবে পরীক্ষার্থীরা গিয়ে মার্কশিট নিতে পারবে না। অভিভাবকদের গিয়ে মার্কশিট সংগ্রহ করতে হবে। এবারের মাধ্যমিক পরীক্ষা হয় ১৮ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০।