এবার কী রাজনীতির ময়দানেও দেখা যাবে দাদাগিরি! যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ডোনা

বঙ্গদেশ ডেস্ক: ব্যাট হাতে তাঁর ঝাঁ চকচকে কভার ড্রাইভ, কাট, বাপি বাড়ি যা শট মুগ্ধ হয়ে দেখেছে গোটাবিশ্ব। খেলোয়াড়জীবনে বিপক্ষের সেরা বোলারের ঘুম কেড়ে নিতেন তিনি৷ তবে শুধুই বাইশ গজ নয়, রিয়্যালিটি শো থেকে শুরু করে ক্রিকেট প্রশাসন, সবেতেই যথেষ্ট প্রাসঙ্গিক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের ৪৮ তম জন্মদিনে এবার রাজনীতি নিয়ে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।

কয়েকমাস আগে অমিত শাহের সাথে বৈঠকের পরই বিসিসিআইয়ের সভাপতি পদে আসীন হন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর থেকেই বাংলার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, তবে কী ২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়?

প্রায় সমস্ত রাজনীতিবিদের সাথেই ভাল সম্পর্ক রয়েছে সৌরভের। কেন্দ্রের শাসকদল বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে তার৷ দুদিন আগে হঠাৎ নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে দেখাও করে এসেছেন মহারাজ। বৈঠকে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে তা কারুরই জানা নেই তবে এমতাবস্থায় সেই বৈঠক নিঃসন্দেহে রাজনৈতিক মহলের কৌতুহল বাড়িয়ে দিয়েছে।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডোনা বলেন ‘সৌরভ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে যে ময়দানেই খেলুক না কেন, ও সেরা হয়৷ ও রাজনীতিতে যোগ দিলে সেখানেও শীর্ষে পৌঁছোবে৷’

সৌরভপত্নীর এমন মন্তব্যের পর ২০২১ এর বিধানসভা নির্বাচনে ‘দাদা’র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে গুঞ্জন একলাফে আরো কয়েকগুন বেড়ে যাওয়াটা স্বাভাবিক। তবে পরে ডোনা আরো বলেন ‘ আমি বলছিনা যে সৌরভ রাজনীতিতে পা রাখছেই। তবে যদি ও মাঠে নামে তবে শীর্ষে পৌঁছোনোর জন্যই নামবে। জীবনের প্রতিটি অধ্যায়ে, প্রতিটি ক্ষেত্রে ওর যে ধরনের উদ্যোগ রাজনীতির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবেনা।’

এখনো স্পষ্ট করে কিছুই জানা গেল না ডোনার তরফ থেকে। সৌরভও এ বিষয়ে আপাতত কিছুই জানাননি। তবে মহারাজের রাজনীতিতে যোগদানের সম্ভাবনা যে ভালোমতই  রয়েছে, স্ত্রীয়ের এই মন্তব্যের পর তা কার্যত ধরে নেওয়াই যায়।