সচিন পাইলট হিন্দু, তাই মেয়ে সারার সাথে বিয়েতে রাজি হননি ফারুক আবদুল্লা

0
1361

বঙ্গদেশ ডেস্ক: সে একজন মুসলিম নারী, তাই সে পারবেনা অন্য কোনো ধর্মের ছেলেকে বিয়ে করতে। তবে হ্যাঁ, মুসলিম ছেলেরা পারে অন্য ধর্মের মেয়ে বিয়ে করতে। কাশ্মীরের বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লা যখন জেনেছিলেন যে মেয়ে সারা আবদুল্লা সচিন পাইলটের প্রেমে পড়েছেন, তখন এইগুলিই বলেছিলেন মেয়েকে। তিনি এবং তাঁর ছেলে ওমর আবদুল্লা মানুষ হিসেবে নিঃসন্দেহে পছন্দ করতেন শিক্ষিত, পরিমার্জিত, রুচিসম্পন্ন ছেলে সচিনকে। তবে তারা চাননি বাড়ির মেয়ে অন্য ধর্মাবলম্বী এক পুরুষের স্ত্রী হোক।

জানা গেছে যে পেনসিলভেনিয়াতে পড়তে গিয়ে একে অপরের সাথে পরিচয় হয় সচিন এবং সারার। প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়েন দুজনে। ভারতে ফেরার পরেই বিয়ের সিদ্ধান্ত নিলেও তাঁরা জানতেন এই বিয়ে সহজে মেনে নেবেনা দুই পরিবার। মানুষকে ভালোবাসার জন্য তৈরি হয়েছে যে ধর্ম, সেই ধর্মই বাধা হয়ে ওঠে তাদের ভালোবাসার পরিণতির পথে। সারার পরিবার স্পষ্ট জানিয়ে দিয়েছিল, ‘মুসলিম মেয়েরা মুসলিম ছেলেদেরই বিয়ে করে, এটাই রীতি’।

তবে পরিবারের এই আপত্তিকে খুব একটা আমল না দিয়ে সারা এবং সচিন বৈবাহিক বন্ধনে জড়িয়েছিলেন। ২০০৪ সালে অনুষ্ঠিত সেই বিয়েতে সচিনের পরিবার অংশগ্রহণ করলেও অনুপস্থিত ছিলেন সারার গোটা পরিবার। শোনা গেছিল কট্টর মুসলিম এবং সমাজের রোষের মুখে পড়ার আশঙ্কায় ফারুক এবং ওমর আবদুল্লারা ওই বিয়েতে যাননি৷

বিয়েতে তো অনুপস্থিত ছিলেনই, বিয়ের পরে সারাকে ত্যাজ্য কন্যাও করে দেন ফারুক আবদুল্লা। বিয়ের বহু বছর বাদে আবদুল্লা এই বিয়ে মেনে নেন। এই প্রসঙ্গে তিনি সরাসরি কিছু না বললেও সচিন বলেছিলেন, ‘আমরা ভাল আছি দেখে তারাও সুখে রয়েছেন’৷ আজ ১৬ বছরের দাম্পত্য জীবন সচিন-সারার। বেশ ভালো রয়েছেন একে অপরের সাথে। আরহান এবং বিহান নামে দুই ছেলেও রয়েছে এই দম্পতির।