BSF এর বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ ফিরহাদ হাকিমের, সীমান্তে ভয় দেখানোর দাবী

0
503

বঙ্গদেশ ডেস্ক:বিএসএফ এর বিরুদ্ধে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করলেন কলকাতার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। সেই সাথে বিএসএফ এর বিরুদ্ধে রীতিমতো হাস্যকর অভিযোগ আনলেন এই তৃণমূল নেতা। তার দাবী রাজ্যের সীমান্তবর্তী গ্রামের ভোটারদেরকে বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে বিএসএফ। অন্যদিকে ফিরহাদ হাকিমের এই আপত্তিকর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিএসএফ। একটি ট্যুইটের মাধ্যমে তাঁরা জানিয়েছেন যে তাঁরা সম্পূর্ণ অরাজনৈতিক বাহিনী। 

গতকাল নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে তৃণমূলের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে যায়। সামনের বিধানসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে যায় তারা। তৃণমূলের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জী, সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়। সেখানে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিতর্কিত অভিযোগ করেন ফিরহাদ হাকিম। তিনি সেই সাথে দাবী করেছেন যে নির্বাচন কমিশনকে তিনি অভিযোগ করেছেন যে বিএসএফ সীমান্তবর্তী গ্রামগুলোতে ভোটারদের ভয় দেখাচ্ছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য।

তবে ফিরহাদ হাকিমের এই আপত্তিকর অভিযোগের বিপরীতে কড়া ভাষায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএসএফ। বিএসএফ সরাসরি জানিয়েছে যে তারা একটি অরাজনৈতিক বাহিনী। তবে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূলের এরকম আপত্তিকর মন্তব্য এই প্রথম নয়। এর আগেও সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রমাণ চেয়েছিল তৃণমূল। পরে সার্জিক্যাল স্ট্রাইকের বিভিন্ন প্রমাণ ও তথ্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় মুখ পোড়ে তৃণমূলের। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে তৃণমূল এবং সেই ধারাতেই বিএসএফ এর বিরুদ্ধে এই হাস্যকর অভিযোগ এনেছে তৃণমূল।