পঞ্জাবে বিএসএফের গুলিতে নিহত পাঁচ পাকিস্তানি অনুপ্রবেশকারী

0
521

বঙ্গদেশ ডেস্ক: জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সারা বছরই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি থাকে৷ কিন্তু তার পরও বছরভর ওপার থেকে ভারতের দিকে ছুটে আসে গোলাগুলি৷ অনুপ্রবেশের চেষ্টা চলে৷ যেমন হচ্ছিল শনিবার ভোরে৷

কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দেন বিএসএফের অতন্দ্র প্রহরীরা৷ তাদের গুলিতে নিহত হয় পাঁচ অনুপ্রবেশকারী৷ তবে এদিনের ঘটনাটি জম্মু ও কাশ্মীরে ঘটেনি৷ ঘটেছে পঞ্জাবে৷ সেখানকার তরণ তারণ জেলায় এই ঘটনাটি ঘটে৷ বিএসএফের তরফে জানা গিয়েছে যে শনিবার ভোরে সেখানে কিছু সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে ১০৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের৷

কয়েকজনকে সীমান্ত পার হতে দেখা যায়৷ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে বিএসএফ৷ তাদের তরফে ওই ব্যক্তিদের থামতে বলা হয়৷ কিন্তু তারা বিএসএফকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে৷ তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান বিএসএফ জওয়ানরা৷

আর তাতেই নিহত হয় পাঁচজন অনুপ্রবেশকারী৷ এর পরই গোটা এলাকায় সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়৷ পুরো এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান৷ আপাতত ওই পাঁচজনের কাছ থেকে একে ৪৭, তিনটি পিস্তল ও একটি গ্রেনেড উদ্ধার হয়েছে৷

তাছাড়া অনুপ্রবেশকারীদের শরীরে আইইডি বাঁধা ছিল বলেও একটি সূত্র থেকে জানা গিয়েছে৷ এদিকে শুক্রবার রাতেই দিল্লি থেকে এক আইএস অপারেটিভকে ধরা হয়েছে৷ সে উত্তর প্রদেশের বলরামপুরের বাসিন্দা৷ তার কাছ থেকে আইইডি পাওয়া গিয়েছে৷

গোয়েন্দাদের আশঙ্কা রাজধানী দিল্লিতে নাশকতা করার জন্যই ওই আইইডি জড়ো করা হয়েছিল৷ পঞ্জাবের অনুপ্রবেশের সঙ্গে এই আইএস অপারেটিভের কোনও সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে৷