প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন চৌহানের অবস্থা সংকটজনক

0
335

বঙ্গদেশ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় চেতন চৌহানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ গত মাসে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন৷ তার পর থেকে দিন যত এগিয়েছে, ততই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে৷

গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আপাতত তিনি চিকিৎসাধীন৷ তাঁর শরীরে বিভিন্ন অঙ্গ ক্রমশ বিকল হয়ে যাচ্ছে৷ আপাতত তিনি ভেন্টিলেশনে রয়েছেন৷ চেতন চৌহান ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ওপেনার ছিলেন৷

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি রাজনীতিতে যোগদান করেন৷ বর্তমানে তিনি উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের ক্যাবিনেট মন্ত্রী৷ গত ১২ জুলাই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে৷ তাঁকে লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়৷

তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত নামের একটি হাসপাতালে ভর্তি করানো হয়৷ দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে যে চেতনের কিডনি বিকল হয়ে গিয়েছে৷ তাঁর অন্যান্য অঙ্গও ক্রমশ বিকল হচ্ছে৷

আপাতত তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে৷ এই পরিস্থিতি থেকে চেতন যাতে জিতে ফিরতে পারেন, আপাতত সেই প্রার্থনাই করছেন তাঁর ভক্তরা৷ চেতন চৌহান ৪০টি টেস্ট ম্যাচ খেলেছেন ভারতের হয়ে৷ সুনীল গাভাসকারের ওপেনিং জুটি হিসেবে তিনিই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন৷

অবসরের পর ক্রিকেট প্রশাসনে কাজ শুরু করেন৷ দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনে তিনি প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সচিব ও সহকারি সচিব পদে কাজ করেছেন৷