হিন্দুদের প্রলোভিত করে ধর্মান্তরিত করার অভিযোগ, গ্রেটার নয়ডায় ধৃত ৪ খ্রিস্টান

0
1324

বঙ্গদেশ ডেস্ক: হিন্দুদের ভুল বুঝিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে। এমন অভিযোগ বেশ কিছুদিন ধরেই উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেটার নয়ডা থেকে দক্ষিণ কোরিয়ার এক নাগরিক-সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটির কথা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশে।

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সিওলের বাসিন্দা ৫০ বছরের মু কু লি (Mu Cu Lee) আরও তিন জন সঙ্গীকে নিয়ে গ্রেটার নয়ডার (Greater Noida) দুটি বাড়িতে গত ৬ মাস ধরে যাওয়া আসা করত। লকডাউনে ওই পরিবার দুটির আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাদের আর্থিক সাহায্য দিত মু কু লি। কিন্তু, আচমকা গত শনিবার অভিযুক্তরা ওই দুটি পরিবারকে হিন্দু ধর্মে ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার প্রস্তাব দেয়। কিন্তু, ওই পরিবারের সদস্যরা নারাজ হওয়ায় তাঁদের উপর অভিযুক্তরা চাপ দিতে থাকে। বাড়িতে থাকা ঠাকুরের মূর্তি ফেলে দিয়ে সেখানে যীশুর মূর্তি স্থাপন করতে বলে। বিষয়টি নিয়ে তুমুল গন্ডগোল শুরু হলে এলাকাবাসী হস্তক্ষেপ করে। অভিযুক্তদের নামে স্থানীয় সুরজপুর থানায় অভিযোগ দায়ের করেছে ওই দুটি পরিবার। তার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

এপ্রসঙ্গে সুজাপুরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রদীপ ত্রিপাঠী বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া (South Korea)র বাসিন্দা ওই মহিলা বেশ কয়েক বছর ধরেই ভারতে আসা-যাওয়া করত। সেক্টর বেটা ২ -এর একটি অভিজাত আবাসনে তিনি থাকতেন। তার তিন সঙ্গী বাড়ি ভাড়া নিয়েছিল পাশের সুরজপুর এলাকার মালকপুর গ্রামে। ওই তিনজন সীমা, করণ ও উমেশ কুমারকেও ভুল বুঝিয়ে ধর্মান্তরিত করিয়েছিল লি। শনিবার তারা ওই দুই অসহায় পরিবারের লোকেদের জোরজবরদস্তি ধর্মান্তরিত করার চেষ্টা করে। বিষয়টি নিয়ে তুমুল গন্ডগোল শুরু হওয়ায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ধর্মান্তরকরণ বিরোধী আইনে (anti-conversion law) মামলা দায়ের করা হয়েছে।’

ভুল বুঝিয়ে ধর্মান্তরিত করার এই প্রক্রিয়া কিছু নতুন নয়। এর আগেও খ্রিস্টান মিশনারীদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে বহুবার। অনেক ক্ষেত্রেই তারা সফল। তবে এখন এর বিরুদ্ধে আইন প্রণয়ন হ‌ওয়ায় এই ধর্মান্তরকরণের মাত্রা অনেকটাই কমেছে।