সৌরশক্তি কাজে লাগিয়ে ‘মিলিটারি’র জন্যে তাঁবু বানিয়ে তাক লাগালেন ‘ফুংশুক ওয়াংরু’

0
802

বঙ্গদেশ ডেস্ক – ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ফুংশুক ওয়াংরুকে কার না মনে আছে। কিছু মানুষ, কিছু চরিত্র সিনেমার পর্দা ছাড়িয়ে বাস্তবের মাটিতে মানুষের ‘হিরো’ হয়ে ওঠেন। এমনই একজন হলেন সোনম ওয়াংচুক, যিনি পরিচিত হয়েছিলেন ‘ফুংশুক’ নামে। তাঁর বিজ্ঞান মনস্কতার ঝুলি থেকে বারবার বেরিয়ে এসেছে এমন কিছু আবিষ্কার যা তাক লাগিয়েছে সাধারণ মানুষকে। লাদাখের পাহাড়ের ভয়ানক ঠাণ্ডা, ‘নেগেটিভ’ তাপমাত্রা এবং অনিশ্চিত আবহাওয়া থেকে ভারতীয় জওয়ানদের বাঁচাতে তিনি আবিষ্কার করেছেন এক বিশেষ ধরণের তাঁবু।

একজন ইঞ্জিনিয়ার থেকে শিক্ষা সংস্কারক হওয়া ওয়াংচুক সৌরশক্তি দ্বারা উত্তপ্ত হয় এমন একটি সামরিক বাহিনীর উপযোগী তাঁবু তৈরি করেছেন। এটি একসাথে ১০ জন ভারতীয় সেনা জওয়ান ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই একস্থান থেকে অন্য জায়গায় বহন করা সক্ষম।

তিনি টুইটারে তাঁর তৈরি তাঁবুগুলির ছবি শেয়ার করে দাবি করেছেন, বাইরে -১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও ভিতরে ১৫ ডিগ্রিতে উত্তাপ ধরে রেখে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ উপকারে আসতে পারবে এটি।

তিনি আরও যোগ করেন, “কয়েক টন কেরোসিন, পরিবেশ দূষণের বদলে একাধারে ১০ জন জওয়ানের উপযোগী, সহজে বহনযোগ্য এই তাঁবু সমস্ত অংশ মিলিয়ে ৩০ কেজির থেকেও কম ওজনের হয়”। তিনি বলেন, এই উদ্ভাবনটি জলবায়ুর উপরে কোনো বিরূপ প্রভাব ফেলে না এবং সম্পূর্ণভাবেই ভারতে তৈরি করা হয়েছে।

তাঁর এই সৃষ্টি ভারতের সৈন্যদের জীবন অনেকটাই সহজ করে দিতে পারে। এই বিষয়ে বিষদে জানাতে তিনি একটি ভিডিও’ও ভাগ করে নেন সোশ্যাল মিডিয়াতে।

তাঁর এই উদ্ভাবনী শক্তিকে সম্মান জানান শিল্পপতি আনন্দ মহিন্দ্রাও। তিনি বলেন, “সোনম, তুমিই পারলে। আমি তোমার এই আবিষ্কারকে স্যালুট জানাই”

সোনমের এই টুইটটি এখনও অবধি ১,২২,০০০ টি লাইক পেয়েছে এবং প্রায় ৩০,০০০ হাজার বারের কাছাকাছি রিটুইট করা হয়েছে। তিনি এর আগেও পরিবেশ বান্ধব উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছেন।