নদীয়ায় মন্দিরের জমি দখল করে কবরস্থানের চেষ্টা, ৩০ বিঘা জমি দখল, স্থানীয় হিন্দুরা ক্ষুব্ধ 

0
1155

বঙ্গদেশ ডেস্ক:নদীয়ার তেহট্টে মন্দিরের জমি দখল করে কবরস্থান নির্মাণের একটি ঘটনা সামনে এসেছে। তেহট্টের বার্নিয়ার ঘোষপাড়ায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় হিন্দুদের অভিযোগ জোরপূর্বক মন্দিরের জন্য বরাদ্দ এই জমি দখল করে তার চারপাশে উঁচু পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। স্থানীয় হিন্দুদের অভিযোগ এই দখলের পিছনে প্রশাসনের একাংশের মদত রয়েছে। কেননা বারবার জানানো সত্ত্বেও কোন এক অদ্ভুত কারণে প্রশাসন কোন ব্যবস্থাই নেয়নি। 

মন্দিরটিতে শ্রাবণ মাসে স্থানীয় হিন্দুরা পূজা করতো। মন্দিরের পার্শ্ববর্তী পবিত্র অশ্বত্থ গাছে তলায় নিয়মিত ধূপ-বাতি দিতেন স্থানীয় হিন্দু নারীরা। স্থানীয় হিন্দুদের সূত্রে জানা যায়, ঘোষ পাড়ার এক স্থানীয় হিন্দু মন্দিরের জন্য এই জমি দান করেছিলেন। সমস্যার শুরু লকডাউনের সময়ে। সেই সময়ে স্থানীয় কিছু মুসলিম একটি মৃতদেহ কবর দেওয়ার জন্য মন্দিরের এই দখলকৃত স্থানে এসে দাবী করে যে, অতীতে এই জমি কবরস্থান হিসেবে ব্যবহার করা হতো। 

স্থানীয় হিন্দুদের প্রতিরোধের মুখে সেদিন পিছু হটে স্থানীয় সেই মুসলিমরা। কিন্তু এরপরে জোরপূর্বক কবরের ন্যায় পাকা কাঠামো নির্মাণ করে সেই মুসলিমরা। ঘটনা এখানেই থেমে থাকেনি। এরপর মন্দিরের সেই জমির চারপাশে জোর করে দেওয়াল তুলে তাতে নীল সাদা রঙ করে দেয় স্থানীয় সেই মুসলিমরা। সরকারি নথিপত্রে এই জমি কবরস্থানের জমি হিসেবে উল্লেখ নেই। বর্তমানে ওই জমিতে কবর দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। স্থানীয় হিন্দুদের দাবী, মন্দির জমি হিন্দুদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।