ভারতের ‘প্রলয়’ আমিরশাহীর বন্দরে, দু’দেশের সম্পর্কে বাড়ছে ভরসা ও বিশ্বাস

0
612

বঙ্গদেশ ডেস্ক – ২০১৪ তে মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার আসার পর অনেকেই মনে করেছিলেন ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকবে। কিন্তু আদতে এর উল্টো হয়। ধারাবাহিকভাবে মুসলিম বিশ্বের সঙ্গে ভারতের সম্বন্ধ মজবুত হয়েছে। এই সম্পর্ককেই আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে এবার ভারতের রণতরী ‘আই এন এস প্রলয়’ নোঙর করল সংযুক্ত আরব আমিরশাহীর বন্দরে।

তবে এই সম্পর্ক একদিনে তৈরি হয়নি। ২০১৭ সালে আবু ধাবির প্রিন্স মহম্মদ বিন জায়েদ আল নাহান একটি গুরুত্বপূর্ণ সফর করেন ভারতে। তাঁর সফরকালেই দুই দেশের মধ্যে বিশ্বাস তৈরি হয় ও একটি স্ট্রাটেজিক সম্পর্কের সূচনা হয়।

এটি এগিয়ে নিয়ে যেতে ২০১৮ সালে ‘GULF Star-1’ নামে নৌসেনার একটি যৌথ মহড়াতেও অংশ নেয় দুই দেশ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আরব সাগরে সহযোগিতা বজায় রাখতে আবু ধাবির বন্দরে ভারতীয় জাহাজ পাঠিয়েছেন। এই সময়ে ‘প্রলয়’ সে দেশে উপস্থিত আছে, কিছুদিনের মধ্যেই ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ ‘আই এন এস মাইসোর’ -ও পৌঁছে যাবে আবু ধাবিতে। ২১ -এর শেষের দিকে ফের নৌ-মহড়া চালাবে সংযুক্ত আরব অমিরশাহী ও ভারত।

আইএনএস প্রলয় হ’ল প্রবাল ক্লাস মিসাইল শিপ এবং এই সিরিজের দ্বিতীয় রণতরী। ভারতীয় নৌসেনা জানিয়েছে, শুক্রবার এটি আবু ধাবি পৌঁছেছে। শনিবার NAVDEX 2021 এবং ২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার IDEX 2021 মহড়ায় জাহাজটি অংশ নেবে বলে টাইমস অফ ইণ্ডিয়া তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

এটি দেশীয় প্রযুক্তিতে ভারতে তৈরি যুদ্ধজাহাজ যা ২০০২ সালের ১৮ ডিসেম্বর ভারতীয় নৌসেনার কাছে আসে। ৭৬.২ মিলিমিটারের রেঞ্জের কামান রয়েছে এই জাহাজে। এছাড়া দূরপাল্লার সার্ফেস থেকে সার্ফেস মিসাইলও আছে। ‘চাফে সিস্টেম’ শত্রুর ছোঁড়া ক্ষেপণাস্ত্রকে দিকভ্রান্ত করে দেয় বা ধ্বংস করে দিতে পারে। এই অত্যাধুনিক সিস্টেমটি জাহাজকে রক্ষা করতে বিশেষ সুবিধাজনক।