ভারত-ইস্রায়েল যৌথ প্রচেষ্টায় তৈরি ‘মিসাইল কিট’, প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনে বড় পদক্ষেপ

0
737

বঙ্গদেশ ডেস্ক – মঙ্গলবার ভারত ও ইস্রায়েলের একটি সংস্থার যৌথ উদ্যোগে তৈরি, ভারতীয় সেনাবাহিনী এবং বিমানবাহিনীকে ১০০০ মিডিয়াম-রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইল (এমআরএসএএম) কিটের প্রথম ব্যাচ পৌঁছে দেওয়া হয়েছে বলে দ্য ইণ্ডিয়ান এক্সপ্রেস তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

কল্যাণী স্ট্রাটেজিক সিস্টেমস লিমিটেড এবং ইস্রায়েল ভিত্তিক সংস্থা রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস লিমিটেডের যৌথ উদ্যোগে, কল্যাণী রাফেল অ্যাডভান্সড সিস্টেমস (কেআরএএস) ইতিমধ্যেই প্রতিরক্ষা প্রযুক্তির গবেষণা ও উন্নয়ন, নকশা তৈরির প্রকৌশল আর তার বিভিন্ন দিকগুলিকে উন্নত করতে হায়দ্রাবাদের গাছিবৌলিতে একটি পৃথক ‘ইনকিউবেশন সেণ্টার’ স্থাপন করেছে।

কেআরএএস দ্বারা উৎপাদিত এই ক্ষেপণাস্ত্রর অংশগুলি আরও উন্নত করা হবে এবং ভবিষ্যতে ‘ইণ্টিগ্রেশানের’ মাধ্যমে প্রতিরক্ষা বিষয়ক পিএসইউ ভারত ডায়নামিক্স লিমিটেড (বিডিএল) কে হস্তান্তরিত করা হবে বলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।

“আমরা প্রায় তিন দশক ধরে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি নির্ভরযোগ্য অংশীদার এবং এই মিসাইল কিটগুলি ‘মেক ইন ইন্ডিয়া’-র উদ্যোগে সরবরাহ করতে আমারা প্রতিশ্রুতিবদ্ধ। “আমরা নিশ্চিত যে কেআরএএস কেবলমাত্র ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্যই পণ্য তৈরি করবে না, একই সঙ্গে ভারত থেকে অস্ত্র রফতানির ক্ষেত্রে ভারত সরকারের লক্ষ্য অর্জনেও সহায়তা করবে” ব্রিগেডিয়ার জেনারেল পিনহাস ইয়ংম্যান মিডিয়াকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন। তিনি রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম (আরএডিএস) -এর এয়ার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম বিভাগের প্রধান ছিলেন, স্বরাজ্য তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

“এই ইভেন্টটি একটি ভারতীয় এমএসএমই কোম্পানির যাত্রার সূচনা করেছে যা কেবলমাত্র ‘মেক-ইন-ইন্ডিয়া’র উদ্যোগেই প্রতিশ্রুতিবদ্ধ নয়, বরং বৃহত্তর ‘আত্মানির্ভর ভারত’ এর জন্যেও সংকল্পবদ্ধ। এই প্রচেষ্টায় সংস্থাটি, রাফেলের অত্যাধুনিক প্রযুক্তিকে কল্যাণী গ্রুপের ইঞ্জিনিয়ারিং শ্রেষ্ঠত্বের সঙ্গে যুক্ত করেছে” বলে কেআরএএস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার রুদ্র বি জাদেজা বলেছিলেন।