চীন থেকে সরাতে দেশীয় সংস্থাগুলিকে ৫৩৬ মিলিয়ন ডলারের ভর্তুকি জাপানের

0
697

বঙ্গদেশ ডেস্ক: ব্যবসায়িক সূত্রে চীনের অন্যতম বন্ধু জাপান৷ চীনের এই সাম্রাজ্যবাদী নীতি তারাও কি না মেনে নিতে পারছে না। দেশের স্বার্থে শিনজো আবে সরকার ঘোষণা করল যে চীন থেকে যে সংস্থাগুলি উৎপাদন কেন্দ্র সরিয়ে তাদের দেশে ফিরবে। সেই সংস্থাগুলিকে ভর্তুকি দেবে তাঁর সরকার।

ব্যবসায়িক ক্ষেত্রে চীনের ওপর নির্ভরশীলতা কমাতেই যে জাপান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি তারা ঘোষণা করেছে মোট ৫৭টি কোম্পানিকে উৎপাদন কেন্দ্র সরানোর ক্ষতিপূরণ বাবদ মোট ৫৩৬ মিলিয়ন ডলারের ভর্তুকি দেওয়া হবে।

তবে যদি কোনও কোম্পানি চীন থেকে উৎপাদন কেন্দ্র সরিয়ে জাপানে না ফিরতে চায়, অন্য দেশে উৎপাদন কেন্দ্র খুলতে চায়, তবে তারাও সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ বাবদ ভর্তুকি পাবে৷ ভিয়েতনাম, মায়ানমার, থাইল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার যে কোনও দেশে তারা উৎপাদন কেন্দ্র খুলতে পারবে। এই তালিকায় ৩০ টি সংস্থাকে রাখা হয়েছে।

কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী ৫৯ টি চীনা অ্যাপ বাতিল করে ডিজিটাল স্ট্রাইক করেছিলেন চীনা অর্থনীতিতে। সারাদেশে চীনা পণ্য বয়কট করছে মানুষ। বিভিন্ন সরকারি প্রোজেক্ট থেকে সরানো হচ্ছে চীনা সংস্থাকে। অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও চীন নির্ভরতা কমাতে তাদের দেশীয় কোম্পানিগুলোকে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। যদিও তিনি আগেই জানিয়েছিলেন যে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে চায় তাঁর সরকার।