মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসির

0
892

বঙ্গদেশ ডেস্ক: হুগলির দাদপুরে হোদলা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্য পুলিশের কম্যান্ডিং অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায়-সহ তিন জন। আদতে বেহালার বাসিন্দা হলেও এখন শিলিগড়ির ডাবগ্রামে পোস্টিং ছিল দেবশ্রীর। তাঁর সঙ্গে মৃত্যু হয়েছে তাঁর নিরাপত্তারক্ষী তাপস বর্মণ ও গাড়ির চালক মনোজ সাহার।

ঘড়ির কাঁটা সকাল ৬টা পেরিয়েছে। হুগলির দাদপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এসে পুলিশের একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে। দুমড়মুচড়ে যায় গাড়িটি। সেই সময় ওখানে টহল দিচ্ছিল পুলিশ, ছিলেন কয়েকজন সিভিক ভলান্টিয়ারও। দুর্ঘটনা চোখে পড়তেই তাঁরা ছুটে যান। বুঝতে পারেন, গাড়িটি ডাবগ্রামের ১২ নম্বর ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায়ের।

গাড়ি থেকে তিনজনকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে, আধিকারিক দেবশ্রী চট্টোপাধ্যায় ও তাঁর নিরাপত্তারক্ষী তাপস বর্মন এবং গাড়িচালক মনোজ সাহাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির ডাবগ্রাম থেকে গাড়ি নিয়ে বেহালার পর্ণশ্রীতে নিজের বাড়ি ফিরছিলেন রাজ্য পুলিশের CO দেবশ্রী চট্টোপাধ্যায়। সকালে দাদপুরের কাছে এই দুর্ঘটনা। গাড়িটি গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে এমন দুর্ঘটনার মুখে পড়ল নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছয় হুগলি গ্রামীণ পুলিশ।

গাড়িটি একেবারেই ভেঙেচুরে গিয়েছে। সেখান থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে চলছে তদন্ত। হুগলি গ্রামীণের পুলিশ সুপার তথাগত বসু প্রাথমিকভাবে জানিয়েছেন, গাড়িটি বর্ধমানের দিক থেকে প্রচণ্ড গতিতে আসছিল। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা, সবটাই স্পষ্ট হবে ফরেন্সিক রিপোর্ট আসার পরই।

কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি ছিলেন দেবশ্রী চট্টোপাধ্যায়। ২০১০ সালে নর্থ পোর্ট থানায় ওসি হন তিনি। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের পর যে অফিসারদের কলকাতা থেকে জেলায় ডেপুটেশনে পাঠানো হয়েছিল, তিনি ছিলেন তাঁদের মধ্যে একজন। দাপুটে, দক্ষ, সৎ অফিসার হিসেবে জনপ্রিয় ছিলেন ৪৬ বছরের দেবশ্রী। বর্তমানে ডাবগ্রামের ১২ নম্বর ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার ছিলেন তিনি।

কলকাতা পুলিশের ওসি হওয়ার আগে লালবাজারের ডিটেক্টিভ ডিপার্টমেন্টের ট্র্যাফিকিং উইং-এর ইনচার্জ ছিলেন তিনি। তার আগে সাব ইনস্পেক্টর ছিলেন ইকবালপুর থানায়। রাজ্য পুলিশের অন্যতম দক্ষ পুলিশ আধিকারিক দেবশ্রী চট্টোপাধ্যায়ের এমন আকস্মিক ও মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে।