রাজবংশীদের নারায়ণী রেজিমেন্টে মুসলিমদের জন্য ৩০ শতাংশ সংরক্ষণের দাবী নস্য শেখ নেতার

0
1693

বঙ্গদেশ ডেস্ক: সম্প্রতি কুচবিহারের হিন্দু রাজবংশীদের আবেগ ও দীর্ঘদিনের দাবীর প্রতি সম্মান রেখে ” নারায়ণী রেজিমেন্ট ” গঠনের কথা ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র রাজবংশীদেরকে নিয়ে এই রেজিমেন্ট গঠনের কথা থাকলেও, জেলার মুসলিমরা এক নব্য দাবী করেছে। তাদের দাবী, ওই রেজিমেন্টে মুসলিমদের ৩০ শতাংশ সংরক্ষণ দিতে হবে। নস্যশেখ উন্নয়ন পরিষদের নেতা আমিনাল হক একটি পথসভায় এই দাবী উত্থাপন করে।

আমিনালের দাবী, ” কুচবিহার জেলার মুসলিমরা পিছিয়ে আছে। তাই তাদেরকে এই রেজিমেন্টে সংরক্ষণ দেওয়া উচিত। অতীতে কুচবিহারের রাজার সেনাবাহিনীতে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের লোক ছিল। “এই দাবী পর্যন্ত ঠিকঠাক শোনালেও এরপরেই অন্যায় দাবী উত্থাপন করে আমিনাল হক। তাদের দাবী, ” মুসলিমদেরকে এই রেজিমেন্টে ৩০ শতাংশ সংরক্ষণ দিতে হবে। ” এই দাবী উত্থাপনের পরেই প্রশ্ন উঠেছে যে এই সংরক্ষণের দাবীর পেছনে কোন বিশেষ উদ্দেশ্য রয়েছে কি? ধর্মের ভিত্তিতে রেজিমেন্টে সংরক্ষণের দাবী বিভেদের চেষ্টা নয়তো?

এদিকে নস্য শেখ উন্নয়ন পরিষদের উৎপত্তি সম্পর্কে ব্যাপক ধোঁয়াশা রয়েছে। তারা কে, কিভাবে তাদের সংগঠন তৈরি হয়েছে তা নিয়ে বিশদে কেউই জানেন না। অনেকের মতে নস্য শেখ উন্নয়ন পরিষদের আড়ালে বাংলাদেশ ও মায়ানমারের রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলিমদেরকে মূল ধারায় যুক্ত করে দেওয়ার পাঁয়তারা চলছে। কারণ এন আর সি র ঘোষণার পরেই এই সংগঠন ভালোভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং এইরূপ বিভাজনের দাবী তুওএ আসছে। এবারই প্রথম তারা সামরিকভাবে কোন অবস্থানের জন্য দাবী তুলেছে। নিঃসন্দেহে বলা যায় যে তাদের দাবী নিয়ে আলোচনার পূর্বে তাদের সংগঠন সম্পর্কে বিশদে খতিয়ে দেখা উচিত।