রাফায়েলের মালিক এবং ফ্রেঞ্চ এমপি ড্যাসল্টের হেলিকপ্টার দুর্ঘটনায় রহস্যমৃত্যু

0
688

বঙ্গদেশ ডেস্ক – ফরাসী বিলিয়ানেয়ার এবং দক্ষিণপন্থী রাজনীতিবিদ অলিভিয়ার ড্যাসাল্ট ফ্রান্সের নর্ম্যান্ডিতে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন। মৃত্যুর সময়ে তাঁর বয়স ছিল ৬৯ বছর। অলিভিয়ার ডাসল্ট ছিলেন মার্সেল ডাসাল্টের নাতি, যিনি রাফায়েল বিমান প্রস্তুতকারী সংস্থাটির প্রতিষ্ঠা করেছিলেন।

ডাসাল্ট ২০০২ সাল থেকেই রক্ষণশীল ফরাসি দল, ‘লেস রিপাবলিকান’ পার্টির তরফ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি তার ভাইবোনদের সঙ্গে মিলে বিশ্বের ৩৬১ তম ধনী ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেন।

‘ওপ ইণ্ডিয়া’-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি হেলিকপ্টার তাকে নিয়ে নরম্যান্ডি উপকূলের রিসর্ট থেকে যাত্রা করার কিছুক্ষণ পরেই ধ্বংস হয়ে ভেঙে পড়ে ডাউভিলে, যেখানে তিনি ছুটি কাটাতেন। এই দুর্ঘটনায় চপারের পাইলটও মারা গিয়েছেন, তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

অলিভিয়ার, সের্গ ড্যাসাল্টের বড় ছেলে। ২০১৮ সালে তাঁর দুই ছোট ভাই এবং এক বোন সহ তিনি তাঁর পিতার সম্পত্তি পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ অনুমান করা হয় ৬ বিলিয়ান ইউরোর আশেপাশে।

ফরাসী রাষ্ট্রপতি ইমমানুয়েল ম্যাক্রঁ, ড্যাসাল্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। “অলিভিয়ার ড্যাসল্ট ফ্রান্সকে ভালোবাসতেন” বলে তিনি একটি টুইটও করেছিলেন।

ফরাসী বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা বিইএ জানিয়েছে, অ্যারোস্প্যাটিএল এএস ৩৫০ কুরিউইল চপারটি একটি জায়গায় নামার সময় ভেঙে পড়ে। বিইএ, একটি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং পাঁচজন তদন্তকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নেটিজেনরা অনেকেই এই ঘটনার ষড়যন্ত্রের খোঁজ পাচ্ছেন। তদন্ত শেষ হলেই ঘটনার প্রকৃত কারণ খুঁজে পাওয়া যাবে।