পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়ন অব্যাহত, ভাঙ্গা হয়েছে করাচির প্রাচীন হিন্দু মন্দির

0
991

বঙ্গদেশ ডেস্ক:- পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের অব্যাহত রয়েছে।সিন্ধু প্রদেশের নির্বিচারে হিন্দু ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার ঘটনার জের কাটতে না কাটতেই এবার করাচির একটি প্রাচীন হিন্দু মন্দির ভেঙে গুঁড়িয়ে দিল উগ্রপন্থী মৌলবাদীরা। মন্দিরের ভেতরে থাকা হিন্দু দেবদেবীর মূর্তি মন্দির ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এর সাথে সাথে মন্দিরে থাকা হিন্দুধর্মের চিহ্ন তছনছ করে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের করাচি শহরের ভীমপুরার লী মার্কেট এলাকায়।

পাকিস্তানের মানবাধিকার কর্মী রাহত অস্টিন ট্যুইট করে খবরটি নিশ্চিত করেছেন। উনি জানান যে, বিগত ২০ দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার মন্দিরে ভাংচুরের ঘটনা ঘটেলো। এর সাথে সাথে উনি প্রশ্ন তুলেছেন যে, পাকিস্তানিরা ‘বয়কট ফ্রান্স’ প্রতিবাদ জানাচ্ছে, নিজের ধর্মের প্রতি অবমাননার প্রতিবাদে সোচ্চার, অথচ এই পাকিস্তানিরাই আবার সংখ্যালঘু হিন্দুদের উপর অমানুষিক অত্যাচার করছে।

উল্টো দিকে অভিযোগ অস্বীকার করে নিয়ে এই ঘটনায় শরিয়তপন্থীরা হিন্দুদের দায়ী করেছে। তারা এক হিন্দু কিশোরের উপর পয়গম্বর মহম্মদকে অপমান করার অভিযোগ তুলেছে, যার সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়ে গিয়েছে। আর পয়গম্বরের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ধর্মবিশ্বাসী কট্টরপন্থীরা এই কাজ করেছে বলে জানিয়েছে। যদিও স্থানীয় হিন্দুরা জানিয়েছে যে, কট্টরপন্থীদের দ্বারা করা সমস্ত অভিযোগ অযৌক্তিক ও ভিত্তিহীন।


পাকিস্তানের ইমরান খান সরকার দেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ এবং ইসলামপন্থীদের নিয়ন্ত্রণ তার হাতের বাইরে। অথচ এই পাকিস্তান সরকার‌ই আবার ফ্রান্সের সমালোচনায় বারংবার মুখর হয়ে উঠেছে। অথচ সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অমানুষিক অত্যাচার চলছে সেই বিষয়ে প্রধানমন্ত্রী নীরব। হিপোক্রেসি মনোভাব শুধুমাত্র পাকিস্তানে নয় ভারতের শিক্ষিত বুদ্ধীজীবীদের মধ্যেও বিদ্যমান‌। ভারতের তামাম বুদ্ধিজীবী যারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় সরব হয়েছিল এবং ফ্রান্সের সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে অগণতান্ত্রিক আচরণ তকমা দিয়ে তীব্র বিক্ষোভ দেখিয়েছিল তারাও পাকিস্তানে হিন্দু নির্যাতন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।