পাকিস্তানঃ রমজানে লাইভ ‘নাগিন ড্যান্স’, মৌলবী, রাজনীতিবিদ আমির এখন দেশের মস্করার পাত্র

0
610

বঙ্গদেশ ডেস্ক – সোমবার, ১৯ শে এপ্রিল, ইসলামিক পন্ডিত এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসফ বা পিটিআই -এর রাজনীতিবিদ, নেতা আমির লিয়াকত হুসেন রমজান মাস চলা কালে লাইভ টিভিতে ‘হারাম’ নাগিন ডান্স করেন। তিনি একজন প্রাক্তন মৌলবীও বটে। তাঁর এই ব্যাবহারের জন্য সমগ্র দেশ জুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং বহু নেটিজেনের কাছে তিনি মজার পাত্র হয়ে ওঠেন।

পাকিস্তান টিভি রমজান মাসে বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করে। এগুলি পাকিস্তানে ‘রমজান ট্রান্সমিশন’ নামে পরিচিত। টেলিভিশন শোতে সমগ্র মাসব্যাপী রোজা রাখার সময় দর্শকদের সময় কাটাতে সহায়তা করার জন্য নন-ভেজ জোকস, শস্তা শায়েরি এবং বিনোদনমূলক গেম শোয়ের আয়োজন করা হয়ে থাকে। আর আমির লিয়াকত প্রায় এক দশক ধরে ‘রমজান ট্রান্সমিশন’ এর অন্যতম মুখ হয়ে আছেন।

পাকিস্তানের ধর্ম বিষয়ক প্রাক্তন মন্ত্রী আমির লিয়াকত হুসেনকে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের অনুকরণ করতে এবং ‘নাগিন নৃত্য’ এর স্টেপস করতে দেখা যায়। সোমবার রমজান অনুষ্ঠানের একটি পর্ব চলাকালীন এটি ঘটেছিল। দর্শক এবং সঞ্চালকরা তখন যথেষ্টই মজা নেন।

পাকিস্তানী পার্লামেন্টের একজন সদস্য এই ইসলামিক পন্ডিতকে মাথার উপরে হাত দিয়ে ঘুরতে ঘুরতে, কোমর দুলিয়ে মাটিতে প্রায় শুয়ে পড়তে এবং জিহ্বা বার করতে দেখা গিয়েছিল। তিনি যেন ফনা বের করা সাপের নকল করছিলেন, রীতিমত পটুতার সঙ্গে। হুসেন চরিত্রের মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিলেন যে তিনি সাপ সেজে মেঝেতে হামাগুড়ি দিতে শুরু করেছিলেন।

সাধারণত টিভিতে তার অভিনয় ক্ষমতার জন্য আমির লিয়াকত হুসেনকে উপার্জনকারী পাকিস্তানিরা পছন্দই করেন, কিন্তু এক্ষেত্রে অবশ্য তারা মুগ্ধ হননি। রমজানের ‘পুণ্য’ মাসে টিভিতে তাঁর নাট্যকর্মের জন্য তাকে নিন্দা করেছিলেন।

আই কে নামে একটি টুইটার ব্যবহারকারী লিখেছেন, “লেডিস এণ্ড জেণ্টেলম্যান … দেশের প্রভাবশালী মুসলমানদের মধ্যে তিনবার নাম আসা জাতীয় সংসদ সদস্য, সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব আপনাকে তার ‘নাগিন নৃত্য’ উপস্থাপন করছেন, আমির লিয়াকত… আমি তাকে রাজনীতি ছেড়ে মিম তৈরি করার পরামর্শ দেব।”

একমুহুর্তে তিনি গোটা দেশের কাছে একইসঙ্গে ঘৃণা এবং মজার পাত্র হয়ে ওঠেন।