আইপিএলের টাইটেল স্পনসর হতে পারে পতঞ্জলি

0
587

বঙ্গদেশ ডেস্ক: চিন বিরোধী যে মনোভাব দেশজুড়ে তৈরি হয়েছে, তা আঁচ করেই চিনা সংস্থা ভিভোকে এবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ কিন্তু চিনা ওই সংস্থার বদলে এবার হাই প্রোফাইল এই লিগের স্পনসর কে হবে, তা নিয়ে জল্পনা চলছে গত কয়েকদিন ধরেই৷

এবার সেই জল্পনায় অন্যমাত্রা যোগ করল রামদেবের সংস্থা পতঞ্জলি৷ সংস্থার আধিকারিকদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী এবার পতঞ্জলি আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার লড়াইয়ে নামতে পারে৷ চলতি বছর নির্ধারিত মার্চ-মে মাসে আইপিএল আয়োজন করতে পারেনি বিসিসিআই৷

পরিবর্তে আগামী সেপ্টেম্বের মাঝামাঝি থেকে নভেম্বরের শুরু পর্যন্ত এই প্রতিযোগিতার আয়োজন করা হবে৷ তবে এবার আর ভারতে এই প্রতিযোগিতা হচ্ছে না৷ প্রতিযোগিতা হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে৷ ফলে বিশ্বের বাজার ধরতে পতঞ্জলি এবার আইপিএলের টাইটেল স্পনসর হতে চাইছে৷

এই পদক্ষেপকে তারা প্রধানমন্ত্রীর তরফে ডাক দেওয়া ভোকাল ফর লোকালের মধ্যে দেখছে৷ তবে তারা এখনও এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি৷ তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাওয়ার পর আগামী ১৪ অগস্টের মধ্যে বিসিসিআইয়ের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে সংস্থার একটি সূত্র থেকে জানা গিয়েছে৷