অসহিষ্ণুতার মাত্রা ছাড়ালো সৌরভ পালধি!বিজেপিতে যোগ দেওয়ার অপরাধে নাটক থেকে বহিস্কার

0
3589

বঙ্গদেশ ডেস্ক: বিজেপিতে যোগদান ঘৃণ্য ‘অপরাধ’ ! সেই কারণেই ‘ঘুম নেই’ নাটক থেকে বাদ পড়লেন অভিনেতা কৌশিক কর। প্রযোজক সৌরভ পালোধি বাদ দিয়েছেন অভিনেতাকে। বিষয়টা নিয়ে ইতিমধ‍্যেই বিস্তর জলঘোলা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। অনেক বামপন্থী সৌরভের সমর্থনে সুর চড়িয়ছেন, সোশ্যাল মিডিয়ায় উল্লাস প্রকাশ করেছেন। উল্টোদিকে আবার অনেকেই পুরো ঘটনাটাকেই ‘অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ’ বলে ব‍্যাখ‍্যা করেছেন।

সৌরভ পালোধি যে আগাগোড়াই বামপন্থীমনষ্ক তা সকলেই জানেন। কৌশিক করকে বাদ দেওয়ার সপক্ষে তার যুক্তি ছিল, মেহনতী মানুষের নাটকে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। ২০১৯ সালে ঘুম নেই নাটকে অভিনয়ের জন‍্য নেওয়া হয়েছিল কৌশিককে। তাঁর চরিত্রের নাম ছিল আখলাক, যাকে কিনা ২০১৫তে দাদরির ঘটনায় গোমাংস খাওয়ার সন্দেহে হত‍্যা করা হয়েছিল।

সৌরভের বক্তব্য, কৌশিক বিজেপিতে যোগ দেওয়ার পর আখলাকের চরিত্রে অভিনয় করলে নাটকের মূল আত্মাকে আক্রমণ করা হবে আর সেই কারণেই কৌশিককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌরভের এই সিদ্ধান্তের পর কয়েকজন তার এই পদক্ষেপকে বাহবা দিলেও অনেকেই সমালোচনা করেছেন। পরিচালক কমলেশ্বর মুখোপাধ‍্যায় বলেছেন, রাজনৈতিক রঙ দেখে কাস্টিং করা কখনোই উচিত নয়। অভিনেত্রী তথা বিজেপি নেত্রী কাঞ্চনা মৈত্র কটাক্ষ করে বলেছেন, এটা একপ্রকার অসহিষ্ণুতা। গণতান্ত্রিক দেশে এমনটা মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। রুদ্রনীর ঘোষ এই ঘটনাকে বামপন্থী থিয়েটার কর্মীদের ‘ফ‍্যাসিবাদ’ বলেছেন।

একই রকম অভিমত ব্যক্ত করেছেন অভিনেতা কৌশিক কর‌ও। তাঁর কথায়, কয়েকজন বামপন্থী থিয়েটার গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তারা এখন নিরাপত্তহীনতায় ভুগছে, তাই এমন বাদ দেওয়ার সিদ্ধান্ত। তারা সাম‍্যবাদের বুলি আওড়ালেও সাম্যবাদ বোঝে না।