দেশের ৭১ শতাংশ মানুষের প্রথম পছন্দ মোদী, কেন্দ্রে সরকারেরও প্রথম পছন্দ NDA- বলছে সমীক্ষা

0
590

বঙ্গদেশ ডেস্ক:  ABP নিউজের C VOTER ২০২১ সালে একটি সমীক্ষা করেছে যার উদ্দেশ্য দেশের মানুষের পছন্দ কে তা জানা৷ এই সমীক্ষাটি দেশের ৫৪৩ টি লোকসভাতেই পরিচালনা করা হয়। এই সমীক্ষাটিতে ৩০ হাজারের অধিক মানুষ অংশ নিয়েছে যার মধ্যে ৬৬ শতাংশ মানুষ কেন্দ্র সরকারের কাজে খুশি বলে জানিয়েছেন। ৩৩ শতাংশ মানুষ জানিয়েছেন তারা খুশি নন এবং ৪ শতাংশ মানুষ কোনরূপ মতামত দেননি। 

সমীক্ষায় প্রশ্ন রাখা হয় যে আজকেই যদি লোকসভা নির্বাচন আয়োজন করা হয় তাহলে কে জিতবে এই নির্বাচনে? এই প্রশ্নের উত্তরে NDA কে সমর্থন করেছেন মোট ৫৮ শতাংশ মানুষ এবং কংগ্রেসের UPA জোটকে সমর্থন করেছে মোট ২৮ শতাংশ মানুষ। এছাড়াও অমিত শাহের কাজে খুশি ৫৮ শতাংশ মানুষ, ১৪ শতাংশ মানুষ কোন‌ও মন্তব্য করেননি এবং ২৮ শতাংশ মানুষ খুশি নন বলে জানিয়েছেন।

এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে কি আপনি সন্তুষ্ট এমন প্রশ্নের জবাবে ৭১ শতাংশ মানুষ জানিয়েছেন যে তারা নরেন্দ্র মোদীর কাজে খুশি। ২৬ শতাংশ মানুষ জানিয়েছেন যে তারা খুশি নন এবং ৩ শতাংশ মানুষ কোন উত্তর দেননি। প্রধানমন্ত্রী পদের জন্য কে ভালো এই প্রশ্নের জবাবে ৬০ শতাংশ মানুষের প্রথম পছন্দ নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীকে পছন্দ ২৬ শতাংশ মানুষের এবং ৭ শতাংশ মানুষের কাউকেই পছন্দ নয় ও বাকি ৭ শতাংশ কোন উত্তর দেননি।