নাম পরিবর্তন হোশাঙ্গাবাদের, নর্মদাপুরম নামকরণ করলেন শিবরাজ সিং চৌহান

0
702

বঙ্গদেশ ডেস্ক:- যোগী আদিত্যনাথের পথ অনুসরণ করে এবার মধ্যপ্রদেশেও নাম পরিবর্তনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ শুক্রবার বিকালে হোশাঙ্গাবাদ শহরে পৌঁছান তিনি৷ সেখানে তিনি ঘোষণা করেন, এবার থেকে হোশাঙ্গাবাদ পরিচিত হবে নর্মদাপুরম নামে৷ তাঁর ঘোষণাকে সম্মতি জানিয়েছে উপস্থিত জনতা৷

তবে এই নাম পরিবর্তন নিয়ে বিজেপিকে খোঁচা দিতে আসরে নেমেছে কংগ্রেস৷ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ভুপেন্দ্র গুপ্তা ব্যঙ্গ করে বলেন, কেবলমাত্র মুঘলদের আমলে রাখা নাম পরিবর্তন করছে বিজেপি৷ আসল সমস্যা থেকে থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই এই সব চক্রান্ত শাসক দলের৷ সরকারের উচিত সাধারণ মানুষের দৈনিক সমস্যার দিকে বেশি করে নজর দেওয়া৷ জ্বালানির দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম‌ও আকাশছোঁয়া। অথচ সেই সব বিষয়ে শাসক দল চুপচাপ বসে রয়েছে৷

নর্মদা জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে হোশাঙ্গাবাদ গিয়েছিলেন শিবরাজ সিং চৌহান৷ নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশ্যে জানতে চান, এই শহরের নাম বদলে কী দেওয়া উচিত? উত্তর আসে, ‘নর্মদাপুরম’৷ তখন হাসতে হাসতে শিবরাজ সিং চৌহান বলেন, ‘‘আমরা খুব তাড়াতাড়ি কেন্দ্রের কাছে এ বিষয়ে প্রস্তাব পাঠাব৷’’ পাশাপাশি তিনি আরও বলেন, নর্মদা নদীর তীরে সিমেন্টের কাঠামো গড়ার অনুমোদন দেবে না সরকার৷

মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিজেপি৷ প্রোটেম স্পিকার রামেশ্বর শর্মা এই আনন্দে শনিবার সকালে বাজি ফাটান৷ বলেন, ‘‘এটা এক ঐতিহাসিক মুহূর্ত৷ মধ্যপ্রদেশের প্রাণকেন্দ্র হল নর্মদা৷ হোশাঙ্গ শাহ এখানে আক্রমণ করেছিলেন৷ আক্রমণকারীর নাম অনুসারে শহরের নাম হয় হোশাঙ্গবাদ৷ কিন্তু এই শহরের পরিচয় নর্মদা নদীর নাম অনুসারেই হওয়া উচিত৷ মুখ্যমন্ত্রীকে এজন্য অসংখ্য ধন্যবাদ৷’’ উল্লেখ্য, এর আগেও হোশাঙ্গবাদের নাম পরিবর্তন নিয়ে আওয়াজ তুলেছিলেন রামেশ্বর শর্মা৷