রাম জন্মভূমির অনুদান সংগ্রহের প্রথম দিন,১১ কোটি টাকা অনুদান দিলেন সুরাটের গোবিন্দভাই

0
862

বঙ্গদেশ ডেস্ক: শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের জন্য অর্থ সংগ্রহের প্রথম দিন ছিল গতকাল। মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৫ লক্ষ ১০০ টাকা প্রদানের মাধ্যমে এই অনুদান সংগ্রহের সূচনা করেন। প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে এই কর্মসূচী। এদিন গুজরাতের হিরে ব্যবসায়ী গোবিন্দভাই ঢোলাকিয়া শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের জন্য ১১ কোটি টাকা অনুদান প্রদান করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন। এদিন তিনি বিশ্ব হিন্দু পরিষদের একটি অফিসে এই অর্থ তুলে দেন। গোবিন্দভাই এর সাথে অন্যান্য হিরে ব্যবসায়ীরাও এদিন বিশ্ব হিন্দু পরিষদের অফিসে বিপুল অনুদান প্রদান করেন।   

গোবিন্দভাই গুজরাতের সুরাটের “রামকৃষ্ণ ডায়মন্ড” এর কর্ণধার। তিনি ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সাথে যুক্ত এবং একজন স্বয়ংসেবক হিসেবেও কাজ করেছেন বিভিন্ন সময়ে। তাঁর ১১ কোটি টাকা অনুদান প্রদানের পাশাপাশি হিরে ব্যবসায়ী মহেশ কবুতরওয়ালা ৫ কোটি, লোভেজি বাদশা ১ কোটি এবং আরও বেশ কয়েকজন ধর্মপ্রাণ ব্যবসায়ী মিলে সর্বমোট ৫ কোটি ২১ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। বিশ্ব হিন্দু পরিষদের কাছে আরও অনেক বিশিষ্ট ব্যক্তি মন্দিরের জন্য অনুদান প্রদানের আগ্রহ প্রকাশ করেছেন। 

গতকাল থেকে শুরু হওয়া এই অনুদান সংগ্রহের কর্মসূচী সারা দেশজুড়ে পরিচালনা করা হচ্ছে বিভিন্ন জাতীয়তাবাদী ও হিন্দু প্রতিষ্ঠানের মাধ্যমে। এই তালিকায় রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) ইত্যাদি জাতীয়তাবাদী ও হিন্দু প্রতিষ্ঠান। যেহেতু রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক তাই তাঁর কাছ থেকেই প্রথম অনুদান সংগ্রহের মাধ্যমে এই কর্মসূচীর সূচনা করা হয়েছে বলে জানান বিশ্ব হিন্দু পরিষদের অলোক কুমার। দেশের প্রতিটি প্রান্তে রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের জন্য অনুদান সংগ্রহের কাজ চলবে বলে বিশ্ব হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সূত্রে জানা গিয়েছে।