চীন-পাক জেএফ-১৭ আর ভারতের তেজসের তুলনা, প্রশংসায় পঞ্চমুখ এয়ার চীফ ভাদৌড়িয়া

0
526

বঙ্গদেশ ডেস্ক – ভারতে তৈরি হালকা ওজনের যুদ্ধ বিমান তেজস, চীনা-পাকিস্তানি জেএফ -১৭ যুদ্ধবিমানের তুলনায় অনেক উন্নত। শত্রুর উপরে এই দেশীয় বিমানের আধিপত্যের কথা উল্লেখ করে ভারতীয় বিমান বাহিনী প্রধান আর কে এস ভাদৌড়িয়া গত বৃহস্পতিবার বলেছিলেন, অত্যাধুনিক ভারতীয় জেটটি বালাকোটের মত বিমান হামলা চালানোয় আরও বেশি কার্যকর হবে।

এএনআইয়ের সাথে আলাপচারিতায় এয়ার চীফ বলেছিলেন, যে ৮৩ টি দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হচ্ছে সেগুলি আকাশের মতো দেশীয় ক্ষেপণাস্ত্র সহ বিয়ণ্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ও অন্যান্য স্ট্যান্ডঅফ অস্ত্রের দ্বারা সজ্জিত করা হবে।

ভাদৌড়িয়াকে চৈনিক জেএফ -১৭ এর সাথে ভারতীয় যুদ্ধ বিমানের তুলনা করে প্রশ্ন করা হলে তিনি বলেন, “চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগ তৈরি জেএফ -১৭ এর চেয়ে ভারতীয় যুদ্ধ বিমান তেজস অনেক ভালো এবং উন্নত।”

তেজস বিমানগুলি বালাকোটের মত বিমান হামলা চালাতে সক্ষম হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিমান বাহিনীর প্রধাণ বলেছিলেন, “স্ট্রাইকের সামর্থ্যের দিক থেকে এটি একটি স্ট্যান্ডঅফ অস্ত্রের ক্ষমতা অর্জন করবে যার সামর্থ্য, আমরা সেই সময়ে যে অস্ত্র ব্যবহার করেছি তার থেকেও বেশি।”

৮৩ টি এলসিএ তেজস কেনার মাধ্যমে সংগঠিত ভারতের ইতিহাসে বৃহত্তম দেশীয় প্রতিরক্ষা বিষয়ক ক্রয়ের চুক্তির অনুমোদনের কথা উল্লেখ করে, বিমানবাহিনী প্রধান ভাদৌরিয়া বলেছিলেন যে এই চুক্তি আইএএফ-এর সক্ষমতা বাড়ানোর জন্য এক বিশাল পদক্ষেপ। সব বিমান যোগ করলে এলসিএ দুটি স্কোয়াড্রন থেকে শক্তি বাড়িয়ে ছয়টিতে উন্নীত হবে, লাইভ মীন্ট তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

“একসাথে ৮৩ টি বিমান কেনা বিশাল ঘটনা। পরবর্তী ৮-৯ বছরের মধ্যে এই অর্ডারটি বাস্তব রূপ নেবে, তখন পুরো ইকোসিস্টেমটিই তৈরি হয়ে যাবে। সামরিক বিমান ইন্ডাস্ট্রির জন্য এটি একটি বড় পদক্ষেপ হবে। এটি একটি বড় ‘বেস’ তৈরি করবে যুদ্ধ বিমান উৎপাদন, রক্ষণাবেক্ষণ এবং তার সহায়তার জন্যে” আইএএফ চিফ এ কথা এএনআইকে জানিয়েছেন।

“এই অর্ডারটি আইএএফের সামর্থ্য বাড়ানোর পক্ষেও একটি বড় পদক্ষেপ। এটি আমাদের দেশীয় শিল্পগুলিকে উৎসাহ দেবে। এটি আমাদের ডিজাইনারদের জন্যে একটি বড় স্বীকৃতিও বটে। ভারতীয় বিমানবাহিনী এবং দেশের জন্যও একটি বৃহৎ পদক্ষেপ।” আগামীতে ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের এক্সপোর্টও বাড়তে চলেছে।