CAA কার্যকরের সময় বাড়ালো কেন্দ্র, ৯ এপ্রিল থেকে বর্ধিত করে ৯ জুলাই পর্যন্ত করার সিদ্ধান্ত 

0
599

বঙ্গদেশ ডেস্ক: NRC ও CAA কার্যকর করা নিয়ে এতোদিন পর্যন্ত কার্যত কোন সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র সরকার। CAA অনুযায়ী,  ইসলামিক বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে ইসলামিক আগ্রাসন ও নির্যাতনের শিকার ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, আদিবাসী ইত্যাদি সম্প্রদায় ও জাতিগোষ্ঠী ভারতের নাগরিকত্ব পাবে। আইনটি পাশ হওয়ার পরে ইসলাম ধর্মাবলম্বীদের কথা আইনে না রাখায় দেশজুড়ে আন্দোলনের নামে তাণ্ডব চালিয়েছিল দেশের জিহাদী শক্তি। এমনকি “গজওয়া হিন্দ” এর অনুকরণে আসামকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছিল বাম-জিহাদী মিলিত শক্তি। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা তৎপরতায় তা রুখে দেওয়া সম্ভব হয়। 

CAA বাস্তবায়ন করার মূলত যা প্রয়োজন তা হলো আইনটি বাস্তবায়ন করার রূপরেখা, যেখানে আইনটি বাস্তবায়নের সকল রকম পরিকল্পনা ও পদ্ধতি নির্ধারণ করা হয়। এই রুল ফ্রেম তৈরীর জন্যে কেন্দ্রীয় সরকার একটি বিশেষ কমিটি ইতিপূর্বেই গঠন করেছিল। সেই কমিটি এখনও রুল ফ্রেম তৈরীতে সমর্থ না হওয়ায় CAA কার্যকর করায় অধিক সময় লাগছে বলে জানা গিয়েছে। তবে কেন্দ্র সরকার এই আইনটি কার্যকর করতে যথেষ্ট আগ্রহী। 

আগামী কয়েক মাসের মধ্যেই দেশের ৫ টি রাজ্যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে CAA কার্যকর করার চেষ্টা করা হলে বাস্তবিক কারণেই আইনের উদ্দেশ্য সঠিকভাবে সফল করা সম্ভবপর হবে না। অন্যদিকে করোনা মহামারীর কারণেও এই আইন কার্যকর করায় প্রভাব পড়েছে। তবে ভারতীয় ভ্যাক্সিন চলে আসার ফলে সেক্ষেত্রে স্বস্তি এসেছে। সামগ্রিক সকল কারণ বিবেচনা করেই কেন্দ্র সরকার অবশেষে CAA কার্যকরের সময়সীমা ৯ এপ্রিল থেকে বাড়িয়ে ৯ জুলাই পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে৷ এর ফলে রুল ফ্রেম তৈরী করতে যেমন কিছুটা সময় পাওয়া গিয়েছে, অন্যদিকে ৫ টি রাজ্যের ভোট প্রক্রিয়াও শেষ হয়ে যাবে। ফলে CAA সঠিকভাবে কার্যকর করা সম্ভবপর হবে বলে কেন্দ্র সরকারের সূত্রে জানা গিয়েছে।