চীনের থেকে খয়রাতে পাওয়া ভ্যাক্সিন পাকিস্তানের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে

0
614

বঙ্গদেশ ডেস্ক – চীন থেকে খয়রাত হিসাবে অর্ধেক মিলিয়ন সিনোফর্ম করোনভাইরাস ভ্যাকসিন ডোজ পেয়েছে পাকিস্তান, গত বৃহস্পতিবার। কিন্তু পাকিস্তানের সাস্থ্য মন্ত্রক বলছে যে ষাট বছরের বেশি বয়সীদের জন্য এর ‘শট’গুলি কার্যকর নয়। বিশেষজ্ঞ কমিটি প্রাথমিক বিশ্লেষণ করার পরে ভ্যাকসিনটি কেবল ১৮ থেকে ৬০ বছর বয়সীদের দেবার জন্যেই সুপারিশ করেছেন। স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ফয়সাল সুলতান নাকি এমনই জানিয়েছেন বলে উইওন নিউজ তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

আবার অন্যদিকে এই ভ্যাক্সিন থেকে পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কাও খুব বেশি। সাধারণত কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া সব টিকা নেওয়ার পরেই থাকে। বিভিন্ন দেশে ট্রায়ালের পরে ভ্যাক্সিন পৌঁছালে সে দেশের নেতারা দেশবাসীকে উৎসাহিত করছেন টিকা গ্রহণে। অনেক ক্ষেত্রে দেশের নেতা, সেলিব্রিটিরাই এগিয়ে আসছেন টিকা নিয়ে দেশবাসীর ভয় দূর করতে। কিন্তু পাকিস্তান নামক দেশটির ক্ষেত্রে উলটপুরাণ হওয়াটাই যেন স্বাভাবিক। এদেশের সাধারণ মানুষকে উৎসাহের বদলে সতর্কবাণী দেওয়া হচ্ছে বলে কোলকাতা ২৪ x ৭ তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

পাকিস্তানের বহুল প্রচারিত একটি সংবাদপত্র হল ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’। তারা একটি রিপোর্টে উল্লেখ করেছে, পঞ্জাব প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ ইয়াসমিন রাশিদ সাধারণ মানুষকে টিকা নিতে বলেছেন নিজেদের ঝুঁকিতে। ডাঃ রশিদ বলেছেন, কোভিড – ১৯ ভ্যাকসিনের প্রচুর সাইড এফেক্টের ঘটনা সামনে এসেছে এবং কিছু দেশে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তার বক্তব্য, “সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারীর চিকিৎসা নিয়ে এখনও গবেষণা চলছে।” তার মতে, এখনও পর্যন্ত এই ভ্যাকসিন নেওয়ার পরে তার প্রভাব কতক্ষণ শরীরে থাকবে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তাই কিছুটা ঝুঁকির সম্ভাবনা থেকেই যাচ্ছে।

পাঞ্জাবের এই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে বুধবার থেকে পাকিস্তান জুড়ে শুরু হবে টিকাকরণের কাজ। প্রথমে সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য কর্মী তথা কোভিড যোদ্ধাদের টিকা দেওয়া হবে। তারপরে ষাটোর্ধ্ব ব্যক্তিরা এবং পরবর্তী ক্ষেপে পঞ্চাশোর্ধ ব্যক্তিরা টিকা পাবেন। যদিও সরকারি তরফে এতো নেগেটিভ প্রচারের পর ক’জন এগিয়ে এসে টিকা নেন সেটাই দেখার। তার মতে পাকিস্তানে কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। কিন্তু মনে রাখতে হবে যে এখনও পাকিস্তানের প্রাণকেন্দ্র লাহোরেই ১৮ টি জায়গায় লকডাউন রয়েছে।