দিল্লি দাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার উমর খালিদ

0
470

বঙ্গদেশ ডেস্ক: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদকে রবিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে৷ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যে আন্দোলন চলছিল, সেই প্রেক্ষাপটে দিল্লিতে দাঙ্গা লাগানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে৷

তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় আগেই মামলা করা হয়েছিল৷ গ্রেফতারের আগে অবশ্য ১১ ঘণ্টা ধরে উমরকে জেরাও করা হয়৷

যদিও এই ঘটনা প্রকাশ্যে আসার পরই দেশের একশ্রেণির বুদ্ধিজীবীরা অনলাইন আন্দোলনে নেমে পড়েন৷ উমর খালিদের গ্রেফতারের প্রতিবাদে সরব হন৷ তাঁকে ছেড়ে দেওয়ার দাবি জানান৷ স্বরা ভাস্কর তো সরাসরি ইউএপিএ আইন বাতিলের দাবি তুলেছেন৷ অথচ এই আইন তৈরিই করা হয়েছে সন্ত্রাসবাদ দমন করার জন্য৷

একজন সচেতন নাগরিক হিসেবে কীভাবে তিনি এমন দাবি করলেন, সেই প্রশ্ন স্বাভাবিক ভাবে উঠছে৷ কেউ কেউ তো উমরের ধর্ম টেনে এনেছেন৷ মুসলিম বলে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়৷ এই অভিযোগ যদিও ধোপে টিকছে না৷

কারণ, হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, এমন নয় জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে যাঁরা হিন্দু৷ প্রতিবাদ যতই হোক দিল্লি পুলিশ সূত্রে খবর, দিল্লি দাঙ্গার ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ রয়েছে উমর খালিদের বিরুদ্ধে৷

দিসেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে দেশের রাজধানী দিল্লিতে ভয়ঙ্কর দাঙ্গা হয়৷ সেখানে বহু মানুষ মারা যান৷ কয়েকজনকে তো নৃশংস ভাবে খুন করা হয়৷ অনেকের সম্পত্তিও নষ্ট হয়ে গিয়েছে৷