জম্মু-কাশ্মীরের ভুল মানচিত্র প্রদর্শন,উইকিপিডিয়াকে অপসারণের নির্দেশ ভারত সরকারের

0
1405

বঙ্গদেশ ডেস্ক: উইকিপিডিয়াকে ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জম্মু ও কাশ্মীরের ভুল মানচিত্র দেখানোর অভিযোগে উইকিপিডিয়া ওয়েবসাইট থেকে একটি লিঙ্ক অপসারণের নির্দেশ দিয়ে একটি আদেশ জারি করেছে। সরকারী সূত্রে জানা গিয়েছে, তথ্য প্রযুক্তি আইন, ২০০০-এর ধারা 69A এর ​​অধীনে এই আদেশ জারি করা হয়েছে।

এই বিষয়টিকে এক টুইটার ব্যবহারকারী ছত্রশাল সিং টুইটের মাধ্যমে নজরে আনেন। তিনি ভারতের ভুল মানচিত্র প্রদর্শনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্ধৃত করে উইকিপিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।


ট্যুইটে তিনি তুলে ধরেছেন যে ভারত ভুটানের সম্পর্কিত উইকিপিডিয়া পেজটিতে যে মানচিত্রটি দেখানো হয়েছে তাতে জম্মু কাশ্মীরের ভুল মানচিত্র দেখানো হয়েছে। মানচিত্রটিতে গিলগিট-বালতিস্তান, পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং আকসাই চীনকে ভারতের অন্তর্ভুক্ত অংশ নয় হিসেবে দেখানো হয়েছে। এরপরই বিষয়টি ভারত সরকারের নজরে আসে।

রেকর্ডস অফ উইকিমিডিয়া কমন্স সাইটটি উইকিমিডিয়া গ্রুপের সাইটগুলিতে ব্যবহৃত সমস্ত মিডিয়া ফাইল হোস্ট করে। এতে দেখা গিয়েছে যে ছবিটি ম্যাঙ্গোস্টার নামক উইকিপিডিয়া ব্যবহারকারীর দ্বারা তৈরি এবং আপলোড করা হয়েছিল। চিত্রটি মূলত এক দশকেরও বেশি আগের যা ২০০৮ সালের মে মাসে আপলোড করা হয়েছিল। উইকিমিডিয়ার সেই পেজটিতে দেখা যায়, যে এই ভুল মানচিত্রটি বিভিন্ন ভাষায় অন্যান্য উইকিপিডিয়া আর্টিকেলগুলোতেও ব্যবহৃত হয়েছে। এই ভুল মানচিত্রটি এশিয়ার দেশগুলোর জন্য একটি টেম্পলেট চিত্র ব্যবহার করে তৈরি করা হয়েছিল, এতে উল্লেখিত অঞ্চলগুলো ছাড়াও ভারতের মানচিত্রও রয়েছে।

২৫ নভেম্বর পোস্ট করা এই ট্যুইটটি পর্যবেক্ষণ করে, ইলেক্ট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী দ্রুত ২৭ শে নভেম্বর তারিখে উইকিপিডিয়াকে এই পৃষ্ঠাটি অপসারণের নির্দেশ প্রদান করেন। কারণ এটি ভারতের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের লঙ্ঘন করেছে। উল্লেখ্য, যদি উইকিপিডিয়া সরকারের এই নির্দেশনা উইকিপিডিয়া অনুসরণ না করে, তবে সরকার তথ্য প্রযুক্তি আইন, ২০০০ এর 69A ধারা অনুযায়ী সমস্ত প্ল্যাটফর্মগুলোতে উইকিপিডিয়ার অ্যাক্সেস বন্ধ করা সহ উইকিপিডিয়ার বিরুদ্ধে গুরুতর আইনী ব্যবস্থা নিতে পারে। যদিও এখনও পর্যন্ত উইকিপিডিয়া মানচিত্রটি সংশোধন করেনি। এটিও উল্লেখ্য যে উইকিপিডিয়ায় সমস্ত কন্টেন্ট উইকিপিডিয়া ব্যবহারকারীর দ্বারা তৈরি। সংস্থাটি সরাসরি কোন কন্টেন্ট তৈরি বা সম্পাদনা করে না। উইকিপিডিয়া কীভাবে ভারত সরকারের এই আদেশে সাড়া দেবে সেটাই এখন দেখার বিষয়৷