কংগ্রেস আমলে ৬ বার বাতিল হয়েছিল সংসদের প্রশ্নোত্তর পর্ব

0
465

বঙ্গদেশ ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যেও সংসদে বসতে চলেছে অধিবেশন৷ কিন্তু স্বাস্থ্যবিধি সংক্রান্ত কারণে অনেক বদলাতে হচ্ছে৷ সেই জন্যই এবার বাদল অধিবেশনে থাকছে না কোনও প্রশ্নোত্তর পর্ব৷ যা নিয়ে ইতিমধ্যে হইচই শুরু করে দিয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি৷

প্রশ্নোত্তর পর্বে সাংসদরা এলাকার বিভিন্ন সমস্যা ও আরও অন্যান্য বিষয় সংসদের এবং সরকারের দৃষ্টিগোচর করতে পারেন৷ সেই যুক্তি দেখিয়েই প্রশ্নোত্তর পর্ব বহাল রাখার দাবি তুলেছে বিরোধীরা৷ কিন্তু তাদের এই দাবিতে ওই যুক্তিই একমাত্র৷

নাকি এর পিছনে রয়েছে আরও অন্য কোনও কারণ৷ অন্তত গত পাঁচ বছরে রাজ্যসভার একটি তথ্যই বলছে প্রশ্নোত্তর পর্ব বিরোধীদের এই হইচইয়ের পিছনে অন্য কারণ রয়েছে৷ কী হতে পারে কারণ? তা নিয়ে আলোচনা করার আগে জেনে নেওয়া যাক রাজ্যসভার ওই পাঁচ বছরের তথ্য কী বলছে৷

গত পাঁচ বছরে রাজ্যসভার অধিবেশনের ৬০ শতাংশ প্রশ্নোত্তর পর্ব নষ্ট হয়েছে৷ তার কারণ বিরোধীদের হই-হট্টগোল৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগতে বিরোধীরা সংসদের প্রশ্নোত্তর পর্বকেই বেছে নেয়৷ এবার তা না থাকলে তাদের স্বাভাবিক ভাবে হই হট্টগোলে সমস্যা হবে৷

সেই কারণেই তারা এ নিয়ে হইচই করছে৷ শুধু তাই নয় বিভিন্ন কারণে এর আগে ছ’বার সংসদে প্রশ্নোত্তর পর্ব বাতিল করা হয়েছিল৷ প্রতিবারই কংগ্রেস জমানায় এই ঘটনা ঘটেছে৷ ১৯৬২, ১৯৭৫, ১৯৭৬, ১৯৯১, ২০০৪ ও ২০০৯ সাল৷ তার পরও বিরোধীরা এই নিয়ে কেন প্রতিবাদ করছে, এখন সেই প্রশ্নই উঠছে৷