অবাধ ও শান্তির ভোট চেয়ে সাইকেলে দিল্লি পাড়ি কাঁথির দুই যুবকের

0
560

বঙ্গদেশ ডেস্ক:- ইংরেজদের শাসন থেকে দেশকে স্বাধীন করার লক্ষ্যে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন নেতাজী সুভাষ চন্দ্র বসু। এবার সেই একই স্লোগান তুললেন পূর্ব মেদিনীপুর দুই যুবক। তাদের একটাই উদ্দেশ্যে, শান্তির ও সুষ্টু ভোট৷ অবাধ ও শান্তির ভোটের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানানোর জন্য আন্তর্জাতিক নারী দিবসে কাঁথি থেকে সাইকেলে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন কোলাঘাটে বাসিন্দা কৃষ্ণেন্দু বেরা ও চন্ডীপুরে বাসিন্দা অর্পন ত্রিপাটি৷

কাঁথির পোষ্ট অফিস মোড়ে বিবেকানন্দ মূর্তির পাদদেশ থেকে সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে সাইকেলে যাত্রা শুরু করেন এই দুজনে৷ তাঁরা জানিয়েছেন, এই সফরের মাধ্যমে রাজ্যপাল, মূখ্য নির্বাচনী আধিকারিক এবং সাধারণ নাগরিকদের কাছে তাঁদের বার্তা পৌঁছে দেবেন। গত বিধানসভা নির্বাচনে বেশ কিছু জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটেছিল। তার প্রভাবে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের৷ ফের দরজায় টোকা দিচ্ছে নির্বাচন৷ রক্তপাতের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই বার্তা নিয়ে কাঁথি থেকে দিল্লি পর্ষন্ত প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার পথ পাড়ি জমিয়েছে তাঁরা৷

কৃষ্ণেন্দু ও অর্পন বলেছেন, ‘‘নারী দিবসের দিনে গর্ভধারিণী মায়েদের শুভেচ্ছা নিয়ে দিল্লি উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম।’’ আগামী ৪০ দিনে সাইকেলে সাড়ে চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করার পরিকল্পনা রয়েছে দুজনের৷ তাঁদের কথায়, ‘‘ভোট আসবে-যাবে, কিন্তু নতুন করে যেন কোন‌ও মায়ের কোল খালি না হয়৷ হিংসাত্মক ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে৷ আমাদের সাইকেল যাত্রার একটাই উদ্দেশ্য শান্তির প্রচার করা৷ মানবতার বাণী প্রচার করা৷’’

ভোটের বাজারে এই দুই যুবকের এমন অভিনব র‍্যালিতে সকলেই রীতিমত আপ্লুত। স্থানীয় বাসিন্দা শ্রাবনী সামন্ত উচ্ছসিত হয়ে বলেছেন ‘এমন দাবিতে দুরপাল্লা সাইকেল র‍্যালি জীবনে কখনো দেখেনি। এমন অভিনব উদ্যোগ সম্ভবত রাজ্যে এই প্রথম। পূর্ব মেদিনীপুরে বাসিন্দা হিসাবে জেলার দুই যুবকের এমন উদ্যেগকে কুর্ণিশ জানাচ্ছি৷’’ খাসখবরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, র‍্যালি শুরুর আগে কাঁথির পোষ্ট অফিস মোড়ে বহু মহিলা দুই যুবককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, এবারের ভোটে জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’৷ ইতিমধ্যে শাসক, বিরোধী যুযুধান দু’পক্ষের নেতাদের মুখেই বারবার শোনা যাচ্ছে ‘খেলা হবে’ স্লোগানটি৷ সেই তালিকায়
বাদ নেই প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী৷ এহেন প্রেক্ষাপটে দাঁড়িয়ে গ্রাম বাংলার এই দুই যুবকের শান্তির বার্তা নিয়ে সাড়ে চার হাজার কিমি পথ পাড়ি দিয়ে দিল্লির পথে রওনা দেওয়ার ঘটনায় গর্বিত সমগ্র জেলাবাসী৷