৩০ জন সাংসদ ও সংসেদর ৫০ জন কর্মচারী করোনা আক্রান্ত

0
365

বঙ্গদেশ ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যেও শুরু হল সংসদের অধিবেশন৷ সোমবার লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হয়৷ অধিবেশনের জন্য দুই কক্ষের সমস্ত সাংসদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল৷

আর সেই পরীক্ষার ফল আসতে দেখা গেল দেশের ৩০ জন সাংসদের শরীরে এই মুহূর্তে করোনা ভাইরাসের অস্তিত্ব রয়েছে৷ সংসদের একটি সূত্র থেকে এমনই খবর পাওয়া গিয়েছে৷ শুধু সাংসদরা নন, পরীক্ষা হয়েছিল সংসদীয় কাজকর্মের সঙ্গে জড়িতদেরও৷ তাঁদের মধ্যে ৫০ জন কর্মচারী করোনা আক্রান্ত বলে ওই সূত্র জানিয়েছে৷

যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে বলে খবর৷ প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ভারতে ক্রমশ বাড়তে শুরু করে৷ সেই সময় সংসদে বাজেট অধিবেশন বন্ধ করে দেওয়া হয়৷

নিয়ম অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ছ’মাসের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকতে হয়৷ সেই কারণেই করোনা পরিস্থিতির মধ্যেও সংসদের অধিবেশন বসেছে৷ ১৮ দিন চলবে অধিবেশন৷ অনেক নিয়মে বদল করা হয়েছে৷

রাজ্যসভার অধিবেশন রোজ সকালে বসবে৷ আর লোকসভার অধিবেশন বসবে রোজ বিকেলে৷ সময় কমানো হওয়ায় এবারের অধিবেশনে থাকছে না প্রশ্নোত্তর পর্ব৷ তা নিয়ে কয়েকদিন ধরেই বিরোধীরা হইচই করছে৷

এদিনও অধিবেশন চলাকালীন এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী সাংসদরা৷ সোমবার প্রথমদিন লোকসভার অধিবেশন সকালে বসেছিল৷ সেখানে সরকারের তরফে বেশ কয়েকটি বিলও পাস করানো হয়৷