মহারাষ্ট্রের স্মৃতি পশ্চিমবঙ্গে, সন্ন্যাসীর ওপর প্রাণঘাতী হামলা, তৃণমূলের মুসলিম দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ 

0
1144

বঙ্গদেশ ডেস্ক: বীরভূমে হিন্দু সন্ন্যাসীর ওপর প্রাণঘাতী হামলা। এ যেন মহারাষ্ট্রের সন্ন্যাসী হত্যার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো পশ্চিমবঙ্গের বুকে। গত ৮ এপ্রিল তারিখে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল বীরভূম জেলার ধরমপুর এলাকা। আক্রান্ত সন্ন্যাসী ধরমগিরির বসবাস ধরমপুর অঞ্চলেই। সন্ন্যাসী ধরমগিরির অভিযোগ, স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীরা এই প্রাণঘাতী আক্রমণ করেছে। 

ভুক্তভোগী সন্ন্যাসী ধরমগিরি জানান, ” আমি বাড়ি থেকে বেরিয়ে বাড়ির কাছাকাছি এক পুকুরের পাড়ে বসেছিলাম। হঠাৎই তৃণমূলের একদল দুষ্কৃতী এসে আমার ওপর রড, বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তারা আমাকে অনেক মারধর করে।” মার খেতে খেতে এক পর্যায়ে স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সন্ন্যাসী ধরমগিরিকে সেখান থেকে উদ্ধার করে। রড দিয়ে বেধড়ক মারার ফলে সন্ন্যাসী ধরমগিরি এখনও ঠিকভাবে উঠে দাঁড়াতে পারছেন না।

 

সন্ন্যাসী ধরমগিরি আরও জানান যে, মহিলারা তাঁকে বাঁচানোর জন্য ছুটে আসলে তাদেরকে বেধড়ক মারধর করেছে এই তৃণমূলের এই মুসলিম দুষ্কৃতীরা। সন্ন্যাসী ধরমগিরি জানিয়েছেন যে স্থানীয় তৃণমূলের মুসলিম দুষ্কৃতী শেখ রাজু, বচন বাগদী সহ আরও বেশ কয়েকজন লাঠি, বাঁশ, রড, ধারালো অস্ত্র ইত্যাদি নিয়ে হামলা করেছে। সন্ন্যাসী ধরমগিরিকে বেধড়ক মারধর করার পরে কোপানোর চেষ্টাও করে অভিযুক্ত তৃণমূলের মুসলিম এই দুষ্কৃতীরা। কিন্তু স্থানীয় বিজেপি কার্যকর্তারা সেখানে উপস্থিত হয়ে তাঁর প্রাণ রক্ষা করে।