‘রোহিঙ্গাদের প্রতি ভারত অমানবিক আচরণ করছে’, বিস্ফোরক প্রশান্ত ভূষণ

0
799

বঙ্গদেশ ডেস্ক:- রোহিঙ্গা ইস্যুতে দেশের চিন্তা আগেই বেড়েছে। আর এখন বুদ্ধিজীবীদের দরুন রীতিমতো চাপে পড়তে হয়েছে কেন্দ্র সরকারকে। এদিকে রোহিঙ্গাদের গ্রেফতার করে তাদের মায়ানমারের ডিপোর্ট করার জন্য কাজ শুরু করেছে মোদী সরকার। তবে বেশকিছু ব্যাক্তি ও সংগঠন সরকারের এই কাজে বাধা দিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে।

যার মধ্যে প্রশান্ত ভূষণের নাম সবচেয়ে উপরে রয়েছে। সম্প্রতি জম্মুতে ১৫০ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। এখন সেই রোহিঙ্গাদের মুক্তির দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রশান্ত ভূষণ। মায়ানমারের রোহিঙ্গাদের সুরক্ষা নেই তাই তাদের ডিপোর্ট করা যাবে না এই আর্জি জানিয়ে আদালতে হাজির হয়েছেন প্রশান্ত ভূষণ।

প্রশান্ত ভূষণের এমন কর্মকান্ডের জন্য বহুবার হিন্দুত্ববাদীদের তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে। সম্প্রতি বজরং দলের তরফে কেন্দ্র সরকারের কাছে আবেদন করা হয়েছে প্রশান্ত ভূষণের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা দায়ের করার জন্য।

আদালতে প্রশান্ত ভূষণ বলেছেন, মায়ানমারে রোহিঙ্গা সুরক্ষিত নয় তাই ভারতের মানবিকতা দেখানো প্রয়োজন। মায়ানমারের রোহিঙ্গা শিশুদের উপরেও ভীষণ অত্যাচার করা হয় বলে মন্তব্য করেছেন প্রশান্ত ভূষণ।

অন্যদিকে এর পাল্টা হিসেবে কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, এটা মায়ানমারের সমস্যা। আমরা দেশকে রোহিঙ্গাদের রাজধানী হতে দিতে পারি না। মায়ানমারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের সেখানের নাগরিকত্ব প্রমান হলেই সেখানে ফেরত পাঠানো হবে।