সুশান্ত মৃত্যুর তদন্তকারী পাটনার আইপিএস অফিসারকে কোয়ারেন্টাইনে পাঠানো হল মুম্বইতে

0
459

বঙ্গদেশ ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে মুম্বাই গিয়েছিলেন বিহারের আইপিএস অফিসার বিনয় তিওয়ারি। সেখানেই তাকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানোর অভিযোগ উঠল মুম্বইয়ের পুরনিগমের বিরুদ্ধে। রবিবার বিহারের ডিজিপি গুপ্তেশ্বর তিওয়ারি এই ঘটনা টুইট করে জানান।

সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের বাবা সঞ্জয় সিং রাজপুত পাটনা থানায় এফআইআর দায়ের করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই বিহার পুলিশের একটি দল নিয়ে সুশান্তের আত্মহত্যার তদন্তে মুম্বাই গেছিলেন আইপিএস অফিসার বিনয় তিওয়ারি। কিন্তু সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানো হয় বলে অভিযোগ৷

বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে রবিবার একটি টুইটে জানান যে, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে আইপিএস অফিসার বিনয় তিওয়ারি আজ পাটনা থেকে মুম্বইতে গেছেন৷ কিন্তু রাত ১১টায় তাকে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্তারা জোরপূর্বক কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন৷ বহুবার অনুরোধ করা সত্ত্বেও তাকে আইপিএস অফিসারদের জন্য বরাদ্দ মেসে থাকার অনুমতি দেওয়া হয়নি৷ বর্তমানে তিনি গুরগাঁওয়ের একটি গেস্ট হাউসে রয়েছেন।

প্রসঙ্গত, গতমাসে সুশান্ত সিং রাজপুতের বাবা সঞ্জয় সিং রাজপুত নিজের ছেলের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক তছরুপ সহ একাধিক অভিযোগে এফাইআর দায়ের করার পরেই সুশান্তের মৃত্যুকান্ডে নতুন মোড় আসে। নাম জড়ায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরেরও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রিয়া চক্রবর্তীর সঙ্গে আদিত্য ঠাকরের ছবি।

এমতাবস্থায় বিহার পুলিশের একটি দল মুম্বাইতে যাওয়ার পরে তাদেরকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানোকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নেটিজেনরা তথা দেশের রাজনৈতিক মহল।