বাংলার মেয়ে

0
948

সত্তর বছর বয়স তাঁর
মানবো এ কথা একশো বার
নেই অধিকার টিকে থাকার,
সে তো তৃণমূলের কেউ নয় –
দিদি, তোমার সুশাসনে এমনটাই হয়,
সে যে বাংলার মেয়ে নয়।
সত্তর বছর বয়স হোক
তাঁর ঘাড়েতে পড়বে কোপ
মুখ খুললেই শুনবে “চোপ”,
সে তো তৃণমূলের কেউ নয় –
দিদি, তোমার সুশাসনে এমনটাই হয়,
সে যে বাংলার মেয়ে নয়।
সত্তর বছরে লাথি চড় ঘুষি
দল জানে তুমি তাতেই খুশি
দল ছাড়া হলে সব শুধু ভুষি,
সে তো তৃণমূলের কেউ নয় –
দিদি, তোমার সুশাসনে এমনটাই হয়,
সে যে বাংলার মেয়ে নয় ।
সত্তর বছরে যদি প্রাণ থাকে ধরে
শ্রীরাম নামক এক মহা মন্তরে
তৃণমূল ভূত সব যাবে দূর সরে,
দিদি, তোমার মাথায় এখন এমনটাই ভয়।