ভোটের পর কংগ্রেস আর বামেদের দেখে নেওয়ার হুমকি আব্বাস সিদ্দিকীর

0
803

বঙ্গদেশ ডেস্ক:- রাজ্যে তৃণমূলকে রুখতে করতে আর বিজেপির আগ্রাসন কঠোর হাতে দমন করতে হাত মিলিয়েছে বাম আর কংগ্রেস। এর পাশাপাশি আব্বাস সিদিক্কীর সদ্য জন্ম নেওয়া নতুন দল ইন্ডিয়ান সেকুলারকে নিজেদের জোটে যুক্ত করার জন্য উঠেপড়ে লেগেছে বামেরা। তবে বামেদের সঙ্গে আসন সমঝোতা হলেও কংগ্রেসের সঙ্গে বিবাদ মিটতেই চাইছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের।

একদিকে ISF- সুপ্রিমো আব্বাস সিদ্দিকী যেমন নিজেদের দাবি থেকে এক চুল পিছু হটতে নারাজ অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও আইএসএফ-কে সহজেই নিজের জায়গা ছাড়ার পাত্র নন। তবে এই বিবাদ থেকে নিজেদের যথারীতি সেফ রেখেছে বামেরা। ইতিমধ্যে নন্দীগ্রাম আর ভাঙড়ের আসন আব্বাস সিদ্দিকীর দলকে তুলে দিতে চলেছে বামেরা। অন্যদিকে, আরও ৫ টি আসনও ফুরফুরা শরীফের পীরজাদার ঝুলিতে দেবে আলিমুদ্দিন।

তবে আসন সমঝোতা নিয়ে নিজের অবস্থান বদলাচ্ছেন না অধীর চৌধুরী। তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে, মালদহ আর মুর্শিদাবাদ জেলা থেকে আইএসএফ-কে একটিও আসন ছাড়বেন না তিনি। আরেকদিকে, কংগ্রেসের মধ্যেই আইএসএফ-এর সঙ্গে জোট নিয়ে মতবিরোধ প্রকাশ্যে এসেছে।

কংগ্রেসের নেতা আনন্দ শর্মা সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দিকে আঙুল তুলে বলেছেন, তিনি দলের ভাবমূর্তি নষ্ট করে সাম্প্রদায়িক আইএসএফ এর সঙ্গে জোট করছেন। এর ফলে কংগ্রেসের গান্ধীবাদী, নেহরুবাদী বিচারধারার ক্ষতি হবে। কংগ্রেস নেতা আনন্দ শর্মা এরজন্য অধীর চৌধুরীর কাছে কৈফিয়ত চেয়েছেন।

আনন্দ শর্মার এহেন মন্তব্যে থেমে নেই অধীর বাবুও। তিনিও পাল্টা জবাব দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যে তিনি দলের হাইকম্যান্ডের নির্দেশ ছাড়া কিছুই করেন না। নাম না করে আনন্দ শর্মাকে তিনি বলেছেন, কিছু নেতা দলের অভ্যন্তরে থেকে দলের ভাবমূর্তির ক্ষতি করছে। এদের চিনে রাখবে জনতা।

https://fb.watch/3_dD0eeJD1/

বাম-কংগ্রেসের সঙ্গে আইএসএফ-এর জোটের মাঝে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে আব্বাস সিদ্দিকী বলছে যে, ২০২১ এর নির্বাচনের স্বার্থে তিনি বাম আর কংগ্রেসের সঙ্গে হাত মেলাচ্ছেন। একুশের পর বাম আর কংগ্রেসকে বুঝে নেবেন তিনি।

উল্লেখ্য,সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি তবে এই ভিডিও বামেদের ব্রিগেড সমাবেশের আগে বলে জানা গিয়েছে।